Advertisement

SIR: খসড়া ভোটার লিস্ট দেখার নয়া ওয়েবসাইট, বানান ভুল থাকলে কোথায় জানাবেন?

SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। সহজে আপনার নাম দেখার জন্য কমিশনর একটি নয়া ওয়েবসাইট চালু করেছে। এছাড়াও শুরু হয়েছে হিয়ারিং এবং আবেদন বা আপত্তির প্রক্রিয়া। কবে-কোথায় আবেদন করবেন?

খসড়া তালিকায় ভুল বেরোলে কোথায় জানাবেন? খসড়া তালিকায় ভুল বেরোলে কোথায় জানাবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Dec 2025,
  • अपडेटेड 2:22 PM IST
  • SIR ভোটার লিস্ট দেখার নয়া ওয়েবসাইট চালু
  • শুরু হয়েছে হিয়ারিং এবং আবেদন বা আপত্তির প্রক্রিয়া
  • কবে-কোথায় আবেদন করবেন?

বাংলায় প্রকাশিত হয়েছে SIR-এর খসড়া তালিকা। ইতিমধ্যেই বাদ পড়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। সেই তালিকায় রয়েছেন মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত অর্থাৎ যাঁদের এনুমারেশন ফর্ম দেওয়া যায়নি, তাদের নাম। আপনার নাম SIR-এর এই ড্রাফ্ট ইলেকটোরাল রোলে রয়েছে না লিস্ট থেকে বাদ পড়ছে তা জানা আরও সহজ করার জন্য একটি নয়া ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন। 

কোন ওয়েবসাইটে দেখা যাবে SIR ড্রাফ্ ভোটার লিস্ট?
https://electoralsearch.eci.gov.in/ 
> ওয়েবসাইটে ক্লিক করলে কটি পেজ খুলে যাবে। উপরে লেখা থাকবে 'Search In Electoral Roll'। নীচে ৩টি অপশন- এপিক নম্বর দ্বারা অনুসন্ধান, ব্যক্তিগত তথ্য দ্বারা অনুসন্ধান এবং মোবাইল নম্বর দ্বারা অনুসন্ধান।
> প্রথম অপশন সিলেক্ট করলে আপনাকে বসাতে হবে ভোটার কার্ডের EPIC নম্বর। তার আগে অবশ্যই নির্দিষ্ট রাজ্য এবং ভাষা সিলেক্ট করে নিতে হবে। 
> এরপর ক্যাপচা কোড দেখে দেখে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই চলে আসবে আপনার নাম। 
> ব্যক্তিগত বিবরণ দিয়ে সার্চ করলেও রাজ্য এবং ভাষা সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট ঘরে বসাতে হবে নাম, জন্ম তারিখ, আত্মীয়ের নাম (ফর্মে যা উল্লেখ করা হয়েছে), লিঙ্গ, জেলা, বিধানসভা কেন্দ্র। সবচেয়ে ক্যাপচা কোড বসিয়ে সার্চ করলেই দেখাবে নাম। 
> তৃতীয় অপশন বেছে থাকলে রাজ্য ও ভাষা সিলেক্ট করার পর বসাতে হবে মোবাইল নম্বর ও ক্যাপচা কোড। একটি OTP আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। OTP দিয়ে সার্চে ক্লিক করলেই দেখাবে নাম। 

ভুল থাকলে কী করবেন? 
দেখা যাচ্ছে, SIR খসড়া ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকেরই নামের বানানে নানা ভুল রয়েছে। বয়স কিংবা বাড়ির ঠিকানাতেও নানা টাইপিং মিসটেক রয়েছে। সেক্ষেত্রে কী করণীয়? তালিকায় আপনার নামের পাশেই 'View In Details' অপশন পাবেন। সেখানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। ভ্রম সংশোধনের জন্য ডানদিকে ফর্ম ৮ দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে আপনার আবেদন রাখতে পারেন। অথবা, ডান দিকে নীচে দেওয়া রয়েছে আপনার BLO-র ফোন নম্বর। ভুলের কথা সরাসরি তাঁকেও জানাতে পারে। 

Advertisement

কোনও ক্ষেত্রে যদি মৃত, স্থানান্তরিত ভোটারের নাম খসড়া তালিকায় চলে আসে অথবা নাম বাতিলের তালিকায় কোনও জীবিত ভোটারের নাম উঠে যায়, সেক্ষেত্রেও সরাসরি BLO-র সঙ্গে যোগাযোগ করুন।

আবেদনের সময়সীমা
খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি এবং আপত্তি জানানো যাবে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি পর্যন্ত। একইসঙ্গে চলবে হিয়ারিং পর্বও। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে সেই পর্ব। চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। 

নাম বাদ পড়েছে কি না কীভাবে দেখবেন?
আপনার নাম কি বাদের তালিকায়? তা জানতে গেলে ক্লিক করতে হবে ceowestbengal.wb.gov.in/asd_sir এই লিঙ্কে। এখানেই পাওয়া যাচ্ছে বাদ পড়া ভোটারদের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করলেই পাওয়া যাবে বাতিল হওয়া ভোটারদের তালিকা। 

 

Read more!
Advertisement
Advertisement