Advertisement

Snakes in Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভায় ফোঁস ফোঁস শব্দ, তীব্র আতঙ্ক, এখনও ধরা যায়নি সাপটিকে

কলকাতা পুরসভায় ফের সাপের আতঙ্ক। বুধবার সকালে পুরভবনের সদর দফতরের প্রিন্টিং বিভাগে প্রায় দু’ফুট লম্বা একটি সাপ দেখতে পান কর্মীরা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভবনে। সাপটি ধরতে বন দফতরকে খবর দেওয়া হলেও এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও সাপটিকে ধরা সম্ভব হয়নি।

কলকাতা পুরসভায় সাপ।-ফাইল ছবিকলকাতা পুরসভায় সাপ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2025,
  • अपडेटेड 1:40 PM IST
  • কলকাতা পুরসভায় ফের সাপের আতঙ্ক।
  • বুধবার সকালে পুরভবনের সদর দফতরের প্রিন্টিং বিভাগে প্রায় দু’ফুট লম্বা একটি সাপ দেখতে পান কর্মীরা।

কলকাতা পুরসভায় ফের সাপের আতঙ্ক। বুধবার সকালে পুরভবনের সদর দফতরের প্রিন্টিং বিভাগে প্রায় দু’ফুট লম্বা একটি সাপ দেখতে পান কর্মীরা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভবনে। সাপটি ধরতে বন দফতরকে খবর দেওয়া হলেও এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও সাপটিকে ধরা সম্ভব হয়নি। ফের এখনও কর্মীদের মধ্যে আতঙ্ক রয়েছে। 

পুরকর্মীরা জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ প্রিন্টিং বিভাগের দফতর খোলা হয়। কিছুক্ষণের মধ্যেই কর্মীরা দেখতে পান একটি সাপ চেয়ার বেয়ে উঠছে। নিরাপত্তারক্ষী নিরুপম ভট্টাচার্য প্রথম সাপটি দেখতে পান এবং চিৎকার করে সবাইকে সতর্ক করেন। এরপর দ্রুত ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং বন দফতরকে খবর দেওয়া হয়।

যদিও মনে করা হচ্ছে সাপটি বিষধর নয়, তবে আতঙ্কে কেউ ঘরের ভেতরে ঢুকতে সাহস পাচ্ছেন না। বন দফতরের কর্মীরা এলে সাপটি উদ্ধার করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত এক বছর ধরে কলকাতা পুরভবনের বিভিন্ন অংশে ইঁদুর, ভাম-সহ নানা প্রাণীর উৎপাত দেখা যাচ্ছে। বিশেষ করে সাপের উপস্থিতি কর্মীদের আতঙ্কিত করে তুলেছে। গত বছর নভেম্বর মাসে মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষের ঘরেও একটি সাপ দেখা গিয়েছিল। তারও আগে মার্চ মাসে ট্রেজারি বিভাগে বিশাল আকারের দাঁড়াশ সাপের সন্ধান মেলে।

সাপ উদ্ধারের পর পুরসভা ভবনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। তবে ক্রমাগত এমন ঘটনায় কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।


 

Read more!
Advertisement
Advertisement