আজ, শুক্রবার রাতে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বহুদিনের চেনা বলে জানালেন বিসিসিআই সভাপতি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ।
সৌরভের অতিথি হয়ে আসছেন শাহ। স্বাভাবিকভাবে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে একুশের বিধানসভা ভোটের আগে খবর হয়েছিল, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যদিও দু'তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ভোটের ফলপ্রকাশের একবছর পর আবার রাজ্যে অমিত শাহ। রাতের খাবার খাবেন সৌরভের বাড়িতে। স্বাভাবিকভাবে জল্পনার অন্ত নেই! সৌরভ জানান,'ওঁর সঙ্গে আমার বহুদিনের আলাপ। সেই ২০০৮ সাল থেকে। খেলার সময় দেখা হত। যখন খেলতাম বিদেশ সফর থাকত, তাই ঘনঘন দেখা হত না। এটা সৌজন্য সাক্ষাৎ। আমি ওঁর ছেলের সঙ্গে কাজ করি।'
বৃহস্পতিবার সৌরভের বাড়িতে অমিতের নৈশভোজ নিয়ে কলকাতায় তৃণমূল ভবনে নেত্রীর সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল। মমতা বলেছেন,'যেতেই পারেন। যদি যেতে চান উনি। এতে অসুবিধার কী আছে? আগেরবার তো কারও কারও বাড়িতে গিয়েছিলেন। যেতে দাও না। সৌরভকে বলো, বেশি করে রসগোল্লা আর দই কিনে দিতে। বাংলার রসগোল্লা আর দইটা খুব ভাল। আমরা অতিথি আপ্যায়ন করি।' দিদির পরামর্শ মেনে কি শাহকে মিষ্টি দই আর রসগোল্লা দিয়ে আপ্যায়ন করবেন? জবাবে সৌরভ বলেন,'দিদি বাঙালি। তাই বাঙালি যেভাবে মানুষকে আপ্যায়ন করে সেভাবেই উনি বলেছেন। বাড়িতে কী রান্না হয়েছে আমি জানি না। আর উনি তো নিরামিষভোজী।'
দু'দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দিন তাঁর কেটেছে উত্তরবঙ্গে। শুক্রবার কলকাতায় এসেছেন। সকালে কাশীপুরে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দমদম বিমানবন্দরে নেমেই সোজা কাশীপুরে যান শাহ। বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে আবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়। তার পর সন্ধেয় বেহালায় প্রিন্স অব ক্যালকাটার বাড়ি যাবেন শাহ।
আরও পড়ুন- অর্জুন-মৃত্যুতে CBI, কাশীপুরে গিয়ে দাবি শাহের