Advertisement

Sovan Chatterjee: 'কামব্যাকের' পর প্রথম ভাইফোঁটা, শোভনকে কী গিফট করলেন মমতা? বৈশাখী জানালেন

NKDA চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবার প্রথমবার ভাইফোঁটা নিলেন শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দিদি কী উপহার দিলেন ভাই কাননকে?

মমতার থেকে ভাইফোঁটা নিলেন শোভন মমতার থেকে ভাইফোঁটা নিলেন শোভন
Aajtak Bangla
  • 24 Oct 2025,
  • अपडेटेड 10:31 AM IST
  • সরকারি পদ পাওয়ার পর প্রথমবার ভাইফোঁটা কাননের
  • দিদির কালীঘাটের বাড়িতে বৈশাখী-শোভন
  • কী উপহার পেলেন শোভন?


এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিতে হাজির হন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তবে এবারের ভাইফোঁটা অন্যবারের থেকে অনেকটাই আলাদা। সদ্যই শোভনকে নয়া সরকারি পদ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি NKDA-র চেয়ারম্যান। নতুন এই দায়িত্ব পাওয়ার পর দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কী উপহার দিলেন ভাইফোঁটায়? 

শোভনের ভাইফোঁটা
বৃহস্পতিবার দুপুরে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রংমিলন্তি পোশাকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে। ঘণ্টা দেড়েক ছিলেন তাঁরা। ভাইফোঁটার পাশাপাশি চলেছে আড্ডা, হয়েছে খাওয়াদাওয়াও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইফোঁটা উপলক্ষে লেখা গানের কথাও শুনিয়েছেন। 

কী উপহার পেলেন শোভন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেরে বেরিয়েই শোভন চট্টোপাধ্যায় বলেন, 'মন ভরে আশীর্বাদ করেছেন দিদি।' তাঁর সংযোজন, 'দিদিই আমার অভিভাবক। দিদি মন ভরে আশীর্বাদ করেছেন। ওঁকে কাছে পাওয়া, গল্প করা, এটাই বড় পাওনা।' পদ পাওয়ার পর এবারের ভাইফোঁটা কি একটু অন্যরকম? জবাবে শোভন বলেন, '১৯৮৫ সালে কাউন্সিলর হিসেবে রাজনীতিতে আসা থেকে আজ ২০২৫ সালে NKDA চেয়ারম্যান হওয়া, সবটাই দিদির চিন্তাভাবনা থেকে এসেছে। যখনই দায়িত্ব পেয়েছি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এবারও করব।' 

আপ্লুত বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'প্রতি বছর এই দিনটার অপেক্ষায় থাকি। দিদি যেমন ভাইদের ফোঁটা দেন, তেমনই বাড়ির বউদেরও ফোঁটা দেন। এটা শুধু একটা রীতি নয়, সম্পর্কের বন্ধন। আসলে ওঁর চিন্তা ভাবনাগুলো তো বড্ড অন্যরকম।'

কী উপহার পেলেন শোভন? বৈশাখী বলেন, 'দিদির গান, দিদির আশীর্বাদ, দিদির স্নেহ সব পেয়েছি। ভালোবাসা উজার করে দিয়েছেন তিনি। পদ থাকুক আর না থাকুক, এই ভালোবাসাটা যেন অটুট থাকে। শোভনও রিটার্ন গিফটে ভালোবাসা উজার করে দিয়েছে।'

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই দিদি-ভাইয়ের সম্পর্কের মতো। প্রতি ভাইফোঁটায় দলনেত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে ফোঁটা নেন তিনি। তবে শোভন একটা সময়ে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ায়, তাঁদের মধ্যে দূরত্ব বেড়েছিল। যদিও খুব অল্প সময়েই মোহভঙ্গ হয় তাঁদের। তারপরই কাননের কামব্যাক। দীর্ঘদিন তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও শোভনের সঙ্গে সম্প্রতি দার্জিলিঙে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরই শোভনের নাম NKDA চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement