Advertisement

Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ এবার আরামে যেতে পারবেন, হাওড়া থেকে স্পেশাল ট্রেন

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মেলা বসে। সেই সময় বহু মানুষ তারাপীঠ যান। ট্রেনগুলিতে প্রচুর ভিড় হয়। তবে, এবার আর হবে না। কারণ বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া থেকে রামপুরহাট যাওয়া ও আসার জন্য বিশেষ ট্রেন চলবে।

কৌশিকী অমাবস্যায় তারাপীঠ এবার আরামে যাবেন, হাওড়া থেকে চলবে স্পেশাল ট্রেনকৌশিকী অমাবস্যায় তারাপীঠ এবার আরামে যাবেন, হাওড়া থেকে চলবে স্পেশাল ট্রেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2025,
  • अपडेटेड 5:57 PM IST
  • হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে
  • সকাল ৯টা ৪৫ মিনিটে রামপুরহাট পৌঁছবে

Kaushiki Amavasya Special Train: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মেলা বসে। সেই সময় বহু মানুষ তারাপীঠ যান। ট্রেনগুলিতে প্রচুর ভিড় হয়। তবে, এবার আর হবে না। কারণ বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া থেকে রামপুরহাট যাওয়া ও আসার জন্য বিশেষ ট্রেন চলবে। ২২ অগাস্ট শুক্রবার, ২৩ অগাস্ট শনিবার ও ২৪ অগাস্ট রবিবার এই বিশেষ ট্রেন চলবে হাওড়া থেকে রামপুরহাট যাওয়া ও ফিরে আসার জন্য। ভাদ্র মাসের শুরুর অমাবস্যাই, কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) নামে পরিচিত। চলতি বছরে এই তিথি পালিত হবে ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে। শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে।

কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে (Tarapith Mandir), বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের। তবে শুধু তারাপীঠ না, অন্যান্য একাধিক সতীপীঠ-সহ কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয় এই শুভ তিথিতে।

কখন ছাড়বে?

আরও পড়ুন

পূর্ব রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ০৩০০১ হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে। সকাল ৯টা ৪৫ মিনিটে রামপুরহাট পৌঁছবে। যাওয়ার পথে বিশেষ ট্রেনটি শেওড়াফুলি (৬টা ১২ মিনিট), ব্যান্ডেল (৬টা ৩৮ মিনিট), বর্ধমান (৭টা ৩৬ মিনিট), গুসকরা (৮টা ১০ মিনিট), বোলপুর শান্তিনিকেতন (৮টা ৩১ মিনিট) ও সাঁইথিয়া (৯টা ৩ মিনিট) স্টেশনে ২ মিনিট করে থামবে। ফিরতি পথে ০৩০০২ রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনটি রামপুরহাট থেকে বেলা ১১টা ৩২ মিনিটে ছাড়বে। একই দিনে বিকেল ৩টে ৫৫ মিনিটে হাওড়া পৌঁছবে। ফিরতি পথে ট্রেনটি সাঁইথিয়া (১২টা), বোলপুর শান্তিনিকেতন (১২টা ৩৩ মিনিট), গুসকরা (১২টা ৫৮ মিনিট), বর্ধমান (১টা ৩১ মিনিট), ব্যান্ডেল (২টো ৪৮ মিনিট) এবং শেওড়াফুলি (৩টে ১০ মিনিট) স্টেশনে ২ মিনিট করে জন্য থামবে। ট্রেনটিতে সাধারণ সেকেন্ড ক্লাস কোচ থাকবে।

এদিকে,  কাটোয়া-বর্ধমান শাখায় আরও একজোড়া নতুন লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল। তারা বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে। ২৩ অগাস্ট থেকেই এই নতুন লোকাল ট্রেন চালু হয়ে যাবে। যা রোজই চলবে। এতদিন কাটোয়া থেকে বর্ধমান যাওযার জন্য সকাল ৯টার পর বিকেল ৪টেয় ট্রেন ছিল। মাঝে কোনও ট্রেন ছিল না। মাঝের ওই সময়ে ট্রেন দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। এবার সেই দাবি পূরণ হতে চলেছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাটোয়া – বর্ধমান ইএমইউ স্পেশাল কাটোয়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে। বিকেল ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। ৩৫০২৩ বর্ধমান – কাটোয়া ইএমইউ স্পেশাল বর্ধমান থেকে বিকেল ৪টের সময় ছেড়ে বিকাল ৫টা ২০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে। ট্রেনটি যাওয়া ও আসার সময় সমস্ত স্টেশনে থামবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement