
শুক্রবার রাত ৮টা নাগাদ প্রকাশিত হয়েছিল SSC-র একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফল। অথচ শত চেষ্টা করেও রাত পর্যন্ত SSC-র ওয়েবসাইট খোলেনি। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, যেহেতু একসঙ্গে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী নিজেদের রেজাল্ট চেক করার চেষ্টা করছিলেন, তাই সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। কিন্তু শনিবার সকালে ওয়েবসাইট খুললেও দীর্ঘ সময় লাগায় রেজাল্ট দেখতে ব্যর্থ হন অধিকাংশই। ক্ষোভ উগরে দেন পরীক্ষার্থীরা। শেষ পর্যন্ত তড়িঘড়ি নতুন ওয়েবসাইট খুলে ফেলল SSC। নতুন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে চেক করা যাচ্ছে SSC একাদশ-দ্বাদশ শ্রেণির রেজাল্ট?
অতিরিক্ত চাপের কারণে ওয়েবসাইটে সমস্যা হচ্ছে, স্বীকার করে নেয় কমিশন। আর সেই সমস্যা সমাধানে SSC খুলেছে নতুন ওয়েবসাইট wbsschelp wbsschelpdesk.com। এদিন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, 'আমাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও হেল্পডেস্ক হিসেবে একটি ওয়েবসাইট প্রকাশ করা হচ্ছে। সেখানেও রেজাল্ট দেখা যাবে।' তবে সেই নয়া ওয়েবসাইটেও দেখা যাচ্ছে না রেজাল্ট। অধিকাংশ পরীক্ষার্থীর পক্ষ থেকে অভিযোগ উঠছে, এই নয়া ওয়েবসাইট অ্যাড্রেসে ক্লিক করলে দেখাচ্ছে, 'Too Many Requests'।
আবার পুরনো ওয়েবসাইটে (https://www.westbengalssc.com/) ক্লিক করলে স্ক্রিনে ভেসে উঠছে 'This site cant be reached'। SSC-র তরফে জানানো হয়, যেহেতু বিপুল পরিমাণ পরীক্ষার্থী একসঙ্গে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইট খুলছেন। গ্রুপ–সি ও গ্রুপ–ডি পদে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়াও চলছে। সেহেতু টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছে। তবে রেজাল্ট সকলেরই আপলোড হয়ে গিয়েছে কমিশনের সাইটে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, কমিশনের ওয়েবসাইট ক্র্যাশ করে গিয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিলে খারিজ হয় ২০১৬ সালের SSC-র প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর নিয়োগ। এর মধ্যে শিক্ষকের সংখ্যা ছিল ১৭ হাজার ২০৬। তাঁদের মধ্যে ‘টেন্টেড’রা বাদ দিয়ে কেউ একাদশ–দ্বাদশ, কেউ নবম–দশম এবং কেউ দু’টি স্তরেই শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় বসেছিলেন। ফলে তাঁদের ভাগ্য নির্ধারণ হবে এই রেজাল্টের উপরেই। তাঁরা অধিকাংশই এখনও পর্যন্ত নিজেদের রেজাল্ট দেখতে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান। ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের অনেকেরই ভবিষ্যৎ জড়িয়ে এই ফলের সঙ্গে।