Advertisement

SSC Case Hearing : সুপ্রিম কোর্টে ফের পিছোল SSC-র ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলা, পরবর্তী শুনানি কবে?

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলা ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, সময়ের অভাবে এই মামলা আজ পিছিয়ে দেওয়া হয়েছে।

Supreme Court
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Dec 2024,
  • अपडेटेड 3:58 PM IST
  • স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলা ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে
  • সূত্রের খবর, সময়ের অভাবে এই মামলা আজ পিছিয়ে দেওয়া হয়েছে

স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার জনের চাকরি বাতিল মামলা ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, সময়ের অভাবে এই মামলা আজ পিছিয়ে দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯ ডিসেম্বর। 

এদিনের শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না জানান, মামলাটি অহেতুক জটিল করা হবে না। সুপ্রিম কোর্ট দুটো বিষয় বিবেচনা করে দেখবে। প্রথম- পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কি এবং দ্বিতীয়ত, বেআইনিভাবে চাকরি প্রাপকদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে বাতিল করা হবে। 

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। চাকরিজীবীদের একাংশও মামলার পক্ষ হয়। এর আগে বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সেদিন সুপ্রিম কোর্ট জানায়, সব পক্ষ উপস্থিত থাকলে তবেই শুনানি হবে। তবে এদিন সময়ের অভাবে মামলার শুনানি হয়নি বলে খবর। 

হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'বোমা ফাটাবেন বোমা! ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে, এমন বোমা! আমিও বলে রাখি, আমরাও লড়ে লযাব। লড়াই করব। যাঁদের চাকরি বাতিল করা হল, চিন্তা করবেন না, হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা পাশে আছি। যত দূর দরকার, লড়াই করব। এক জনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল। তাঁর রায় ছিল।' এরপরে মমতার সংযোজন, 'বিচারক নিয়ে বলছি না। রায় নিয়ে বলছি, অধিকার রয়েছে। রায়কে চ্যালেঞ্জ করছি।'
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement