SSC-র 'যোগ্য'দের তালিকা থেকে নাম বাদ গিয়েছে অনেকের। এমন অভিযোগ সামনে এসেছে। চাকরি ফেরত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবিতে পথে নামলেন তাঁরা। আজ হাজরা মোড় অবরুদ্ধ করে দেন চাকরিহারারা। যার জেরে যান চলাচল ব্যহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
এদিন চাকরিহারারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন বলে মিছিল করেন। কালীঘাটের উদ্দেশে সেই মিছিল রওনা দেয়। তবে যতীন দাস পার্কের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। এক সময় রাস্তায় শুয়ে পড়েন কয়েকজন।
চাকরিহারারা বলতে শুরু করেন, OMR-এ গলদ থাকলেই তাঁদের অযোগ্য বলা যাবে না। তাঁরাও যোগ্য। তাঁদের চাকরি ফেরত দিতে হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে যত দ্রুত সম্ভব। কারা যোগ্য সেটা এখনও প্রমাণিত নয়। না হলে অযোগ্য বাছা হল কীসের ভিত্তিতে? কাউকে অযোগ্য বলে কি হঠাৎ বেতন বন্ধ করে দেওয়া যেতে পারে? স্কুল সার্ভিস কমিশন কীসের ভিত্তিতে তাঁদের চাকরি ছিনিয়ে নিল?
এক চাকরিহারা বলেন, 'আমাদের সঙ্গে এই সরকার অন্যায় করেছে। সিবিআই প্রমাণ করতে পারেনি আমরা অযোগ্য। তাহলে কীসের ভিত্তিতে আমাদের চাকরি কেড়ে নেওয়া হল। কেনই বা আমরা আর স্কুলে যেতে পারব না? এর থেকে আমাদের গুলি করে মেরে ফেলা হোক।'
এক চাকরিহারা মহিলা বলেন, 'আমাদের চাকরি খাওয়ার বদলে গুলি করে মেরে দেওয়া হোক। বিরোধীরা চক্রান্ত করছে। সেজন্য রাস্তায় আসতে হয়েছে। সরকারের পুলিশ কেন আমাদের আটকাচ্ছে? আমাদের দোষটা কী? আমাদের সামনে কোনও পথ খোলা দেখছি না।'
এর আগে শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাড়ির সামনে অবস্থান শুরু করেন। সেই অবস্থান অনেকক্ষণ চলে। বিক্ষোভও হয়। পরে যদিও তা উঠে যায়। এরপর আজ ফের রাস্তায় নামেন চাকরিহারারা।
এদিকে আজ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারাদের। পুলিশ কয়েকজন চাকরিহারাকে আটক করে প্রিজন ভ্যানে তোলে।