
এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে চলতি সপ্তাহেই। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করবে বলে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন। একইসঙ্গে, নবম ও দশমের তালিকা প্রকাশিত হতে চলেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই। এদিকে শিক্ষক নিয়োগের পরীক্ষার পর সম্প্রতি গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আবেদন গ্রহণ। তার আগে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন(SSC)। আজ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে এসএসসি। আর আজকে থেকেই শিক্ষাকর্মীদের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। নতুন করে নিয়োগ প্রক্রিয়ারও নির্দেশ দেয়। একইসঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয়, ‘অযোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। অযোগ্য হিসেবে চিহ্নিত কোনও চাকরিহারা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করলেও তা বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অযোগ্যদের আবেদন বাতিল করা হয় বলে এসএসসি জানায়। এবার শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
আজ থেকে শিক্ষাকর্মী পদে আবেদন গ্রহণ শুরু করতে চলেছে এসএসসি। আবেদন প্রক্রিয়া চলবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এসএসসির বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি-তে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি আর আর গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮টি। এই শূন্যপদেই নিয়োগ হবে। কিন্তু, নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনও অযোগ্য আবেদন করতে না পারেন, সেজন্য এবার তালিকা প্রকাশ করছে এসএসসি। এই অযোগ্য তালিকায় কতজনের নাম থাকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে যোগ্য চাকরিহারার সংখ্যা ৩,৩৯৪ জন। এর মধ্যে গ্রুপ সি-তে রয়েছেন ১,২৫৫ জন। গ্রুপ ডি-তে ২,১৩৯ জন। হাইকোর্টে দেওয়া এসএসসি-র শেষ তথ্য অনুযায়ী, গ্রুপ সি-তে অযোগ্যের সংখ্যা ১,১৬৪ জন। আর গ্রুপ ডি-তে ২,৩৪৯ জন। ১০ অক্টোবর শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। সেখানে শূন্যপদ উল্লেখ করা হয়েছে। হিসাব বলছে, গ্রুপ সি-র শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি-র ৫৪৮৮টি। উল্লেখ্য, ২০১৬-এ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন জমা পড়েছিল ১৮ লক্ষেরও বেশি। গত ৯ বছরে কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় প্রার্থীর সংখ্যা বেড়েছে। মনে করা হচ্ছে, এ বার আবেদনকারীর সংখ্যা ২৫ লক্ষ ছাড়াতে পারে।