Advertisement

'অনেক ধেড়ে ইঁদুর বেরোবে', ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এনিয়ে পরবর্তী রিপোর্ট পেশ করার জন্য এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান,আগামী ৩ ডিসেম্বর এসএসসি, মামলাকারী এবং সিবিআই-কে একসঙ্গে বৈঠক করতে হবে। গাজিয়াবাদ এবং এসএসসির দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্কের ওএমআর শিটের নমুনা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই। 

ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশের নির্দেশ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Dec 2022,
  • अपडेटेड 2:11 PM IST
  • ২৪ ঘণ্টার মধ্যে ভুয়ো সুপারিশপ্রার্থীদের নাম প্রকাশ।
  • এসএসসি-কে নির্দেশ হাইকোর্টের।

নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শুক্রবারের মধ্যে অবৈধ উপায়ে সুপারিশপত্র নেওয়া ১৮৩ জনের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (SSC)। সেই সঙ্গে বিচারপতি আরও একবার বুঝিয়ে দিয়েছেন, এর পিছনে বড় মাথা রয়েছে। আর সেই মাথা বেরোবে। তাঁর মন্তব্য,'ভয় পাবেন না। অনেক ধেড়ে ইঁদুর বেরোবে।'

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ,ওই ১৮৩ জনের মধ্যে কত জন, কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন তা জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে জানতে হবে এসএসসি-তে। তিন দিনের মধ্যে কমিশনকে এই তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকেরা।

আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এনিয়ে পরবর্তী রিপোর্ট পেশ করার জন্য এসএসসি-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান,আগামী ৩ ডিসেম্বর এসএসসি, মামলাকারী এবং সিবিআই-কে একসঙ্গে বৈঠক করতে হবে। গাজিয়াবাদ এবং এসএসসির দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্কের ওএমআর শিটের নমুনা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই। 

এই মামলায় এসএসসি আগে কলকাতা হাই কোর্টকে জানিয়েছিল, ২০১৬ সালে নবম-দশমে ভুয়ো সুপারিশপত্র পাওয়া ১৮৩ জন শিক্ষকের নাম মিলেছে। তার পরই বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বৃহস্পতিবারের মধ্যে অবৈধ উপায়ে সুপারিশপত্র নেওয়া ১৮৩ জনের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এর মধ্যে অন্য একটি মামলার শুনানিতে সিবিআই জানায়,অবৈধভাবে নিয়োগ পেয়েছেন এমন শিক্ষকের সংখ্যা আরও বেশি।  আবেদনকারীর পক্ষের দাবি,সিবিআই রিপোর্টে ৯৫২ জনকে  ভুয়ো সুপারিশপত্র দেওয়ার কথা রয়েছে। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এখনই ১৮৩ জনের তালিকা প্রকাশের দরকার নেই। বৃহস্পতিবার মামলাগুলির শুনানি হবে। তখনই পরবর্তী নির্দেশ দেবেন। সেই মতো এ দিন শুনানিতে ১৮৩ জনের নাম প্রকাশের নির্দেশ দিলেন।

Advertisement

আরও পড়ুন- নগদের ঝক্কি থেকে মুক্তি, RBI-র ডিজিটাল মুদ্রা কেনা-খরচ কীভাবে?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement