Advertisement

Sujit Bose ED Raid: কেন হঠাৎ ED হানা দিল? মুখ খুললেন মন্ত্রী সুজিত

সুজিত বোসের অফিসে চলছে ED হানা। সেই নিয়ে সরাসরি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী। কেন তাঁর অফিস এবং রেস্তোরাঁয় আচমকাই চলছে ED তল্লাশি? কী বক্তব্য তাঁর?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 12:47 PM IST
  • মন্ত্রী সুজিত বোসের অফিসে ED হানা
  • কেন আচমকা কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন?
  • সংবাদমাধ্যমে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী

তাঁর অফিস এবং রেস্তোরাঁয় ED তল্লাশি প্রসঙ্গে এবার মুখ খুললেন সুজিত বোস। শুক্রবার সকাল থেকে তল্লাশির মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দমকলমন্ত্রী বলেন, 'ED তো আগেও এসেছে, কিছু তো পায়নি।
আসলে এটা রাজনৈতিক ভাবে আক্রমণের চেষ্টা।'

কেন এই ED হানা?
এ প্রসঙ্গে সুজিত বোস বলেন, 'ED হানা কেন হচ্ছে বুঝতে পারছি। ওদের কাজ ওরা করুক। আমাদের কাজ আমরা করি। দুর্নীতি কে করেছে মানুষ তা জানে। মানুষ আমায় সার্টিফিকেট দিয়েছে। সেটাই আসল।'  

এদিন সকাল সকাল ED তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোসের সল্টলেকের অফিসে হানা দেয়। পুরসভায় নিয়োগ কেলেঙ্কারির তদন্তের স্বাস্থ্যেই এই অভিযান। দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান নিতাই দত্তের বাড়িতেও চলছে তল্লাশি। তার বিরুদ্ধেও নির্দিষ্ট অভিযোগে রেড চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, এর আগেও নিতাইয়ের বাড়িতে রেড চালায় ED। তখন ৭ পাতার নথি উদ্ধার হয়। সেখানেই নাকি উঠে আসে মন্ত্রী সুজিত বোসের নাম। আর সেই সূত্রেই এই তল্লাশি বলে খবর। 

উল্লেখ্য, গত বছরে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগের ঘটনার তদন্তে নেমে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালায় ED। সেই সময়ে সুজিত দাবি করেছিলেন, তিনি যদি চাকরির জন্য কারও কাছে এক টাকা নিয়ে থাকেন বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন।  

বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এদিন সকাল থেকেই। পাশাপাশি ১২০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত তদন্তের জন্যও চলছে ED অভিযান। এক্ষেত্রে একটি গয়নার সংস্থা ভুঁয়ো ঋণ নিয়ে এই জালিয়াতি করেছে বলে অভিযোগ। ED-এর একজন শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন, ওই গয়নার সংস্থার অফিস, মূল মালিকের বাড়ি, উচ্চপদস্থ কর্মী ও একাধিক কর্মচারীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই তল্লাশির মাধ্যমে প্রমাণ সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

 

Read more!
Advertisement
Advertisement