Advertisement

Sukanta Majumdar Howrah Violence : হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার

BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ৷ শনিবার বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে সুকান্তকে গ্রেফতার করে পুলিশ৷

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2022,
  • अपडेटेड 4:33 PM IST
  • BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ
  • শনিবার বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে সুকান্তকে গ্রেফতার করে পুলিশ
  • এর আগে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয়  সুকান্ত মজুমদারকে

BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ৷ শনিবার বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে সুকান্তকে গ্রেফতার করা হয়। এর আগে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয়  সুকান্ত মজুমদারকে। তাঁকে হাউস অ্য়ারেস্ট করা হয় বলে অভিযোগ। এরপর তিনি কোনওরকমে বাড়ি থেকে বের হন। তাঁর গাড়ি বিদ্যাসাগর সেতুর  টোল প্লাজার কাছে আটকানো হয়। তারপর পুলিশ তাঁকে গ্রেফতার করে। 
 

গ্রেফতার হওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, 'আমাকে পুলিশ গ্রেফতার করল। এর আগে সকালে আমাকে গৃহবন্দি করে রেখেছিল পুলিশ। কিন্তু তারা কোনও অর্ডারেরে কপি দেখাতে পারেনি। আমাদের কর্মীদের উপর পুলিশ লাঠি চালিয়েছে। সেটাও অন্যায়। রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। পুলিশ যদি এতটা সক্রিয়তা দেখাত হাওড়াতে তাহলে সেখানে এই ঘটনা কোনওভাবেই ঘটত না।'

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন সুকান্ত মজুমদার। বলেন, 'হামলায় উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ নিরাপত্তারক্ষীদের গাড়ি আটকানো হয়েছে৷ আমি যাতে খুন হয়ে যাই সেটা চাইছেন মুখ্যমন্ত্রী৷ বাংলার অবস্থা এখন কাশ্মীরের মতো। আমাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। এমন অবস্থা কাশ্মীর ছাড়া আরও কোথাও নেই।'

পুলিশের গাড়িতে সুকান্ত মজুমদার

প্রসঙ্গত, নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে গত দু-তিনদিন ধরে হাওড়ার সলপ, ধূলাগড় ইত্যাদির মতো  জায়গার অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশের তরফে সেই এলাকাগুলিতে১৪৪ ধারা জারি কর হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, সেই কথা বিজেপির রাজ্য সভাপতিকে জানানো হয়েছিল। তবে তিনি তা শুনতে চাননি। 

তিনি গ্রেফতার হয়েছেন, এই দাবি সুকান্ত মজুমদার করলেও পুলিশ এনিয়ে কিছু বলেনি। তবে সুকান্তকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সঙ্গে গ্রেফতরা করা হয়েছে আরও কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে।  

 

Read more!
Advertisement
Advertisement