Advertisement

West Bengal Summer Vacation : গরমের ছুটি কবে থেকে? দিন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

চলতি বছরে গরমের ছুটি কবে পড়বে তার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে রাজ্যে।

Summer Vacation Summer Vacation
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Apr 2025,
  • अपडेटेड 4:29 PM IST
  • চলতি বছরে গরমের ছুটি কবে পড়বে তার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে রাজ্যে

চলতি বছরে গরমের ছুটি কবে পড়বে তার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান জানান,  ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, তাঁর সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা হয়েছে। তাঁরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। 

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, '৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাবে। যেহেতু গরম পড়ছে তাই এই সিদ্ধান্ত। প্রাইমারি ও হায়ার সেকেন্ডারি স্কুলে এই ছুটি দেওয়া হবে। এমনিতে ১০ এপ্রিল ছুটি আছে। এছাড়াও আরও ছুটি ও রবিবার আছে। তাই এই মাসেই অনেক ছুটি পাবে স্কুলগুলো। আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গরমের ছুটি পড়ত। তবে এখন যেহেতু গরম পড়ছে বেশি তাই ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে।' 

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির স্বপন মণ্ডল বলেন, 'আজ মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করার সময় হঠাৎ ঘোষণা করেন আগামী ৩০শে এপ্রিল থেকে স্কুলগুলোতে গরমের ছুটি পড়বে। উনি এতো আগে থেকে বুঝতে পারলেন কী করে যে সেই খুব গরম থাকবে এবং তার জন্য ছুটি দিতে হবে!আসলে ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর উনি বুঝতে পেরেছেন আর স্কুল চালাতে পারবেন না। তাই এতো আগে ভাগে ছুটি ঘোষণা। এভাবেই শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেবেন উনি।'

শিক্ষা দফতরের সূচি অনুযায়ী এবছর জানানো হয়েছিল, গরমের ছুটি ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। অর্থাৎ, মাত্র ১১ দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে এত কম সময়ের ছুটি যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষকরা। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে, ১২ দিন এগিয়ে এল ছুটি। 

এদিকে এখনই গরমের ছুটি পড়া নিয়ে বিভ্রান্ত শিক্ষকদের একাংশ। এখনও গরম সেভাবে পড়েনি। পরে গরম যদি বেশি পড়ে যায় তাহলে কি হবে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, আরও পরে গরমের ছুটি ঘোষমা করা উচিত ছিল। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement