Advertisement

SSC Recruitment Scam : ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ, কী বলল সুপ্রিম কোর্ট?

২৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী, তার সমাধান সূত্র আজও মিলল না। দিশা দেখাতে পারলেন না কোনও আইনজীবী। মামলায় রায়দান স্থগিত রাখল দেশের শীর্ষ আদালত।

SSC SSC
Aajtak Bangla
  • 10 Feb 2025,
  • अपडेटेड 4:46 PM IST
  • ২৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী, তার সমাধান সূত্র মিলল না
  • দিশা দেখাতে পারলেন না কোনও আইনজীবী

২৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী, তার সমাধান সূত্র মিলল না। দিশা দেখাতে পারলেন না কোনও আইনজীবী। মামলায় রায়দান স্থগিত রাখল দেশের শীর্ষ আদালত। 

এই মামলায় সুপ্রিম কোর্ট প্রথম থেকে জানতে চেয়েছিল, যোগ্য ও অযোগ্য আলাদা করা যাবে কী না। গেলেও কীভাবে? তবে আজও সমাধান সূত্র বের হল না। সব পক্ষের আইনজীবীরা সওয়াল করেন। তবে কোনও পক্ষের আইনজীবী সওয়ালে পরিষ্কার করতে পারেননি, কারা যোগ্য ও কারা অযোগ্য। ফলে যোগ্য ও অযোগ্য আলাদা করা যাবে কি না তার দিকে তাকিয়ে হাজার হাজার চাকরিজীবী।  

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। মামলায় সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা। তবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা যাবে, সেই প্রশ্ন করেন প্রধান বিচারপতি। কোনও পক্ষ এর উত্তর দিতে পারেনি। 

হাইকোর্ট রায় দিয়েছিল, ২৬ হাজার জনের চাকরি বাতিল করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টে  সিবিআই জানায়, তারা হাইকোর্টের রায়কে সমর্থন করে। কারণ, এসএসসি-তে ব্যাপক দুর্নীতি হয়েছে।  

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, আসল ওএমআর শিট নেই। সেটাই প্রধান সমস্যা। পঙ্কজ বনসলের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের মিল নেই। কোনটি আসল এটা কেউ বলতে পারছে না। ফলে যোগ্য  ও অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। 

প্রসঙ্গত, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া এর আগে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। গত বছরের ২২ এপ্রিল এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। 

এরপর হাইকোর্টে যায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন। সেই মামলার শুনানিই ছিল এদিন। আগের দিনের শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো প্যানেল বাতিলেন নির্দেশ দিয়েছিলেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement