Advertisement

Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে মর্নিং ওয়াক করেন ওই মোমো সংস্থার মালিক,' আনন্দপুরে গুরুতর দাবি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন ওয়াও মোমো সংস্থার মালিক। সে কারণেই তাঁকে গ্রেফতার করা হচ্ছে না বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। এদিন হাইকোর্টের নির্দেশে নাজিরাবাদ কাণ্ড নিয়ে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সুজিত বসুর পদত্যাগ চেয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jan 2026,
  • अपडेटेड 1:37 PM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন মোমো সংস্থার মালিক
  • সে কারণেই তিনি গ্রেফতার হচ্ছেন না
  • বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু

নাজিরাবাদে অগ্নিকাণ্ড ইস্যুতে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ওয়াও মোমো সংস্থার মালিক ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মর্নিং ওয়াক করেছিলেন তিনি। সরকারি টিমে ছিলেন তিনি। সে কারণেই কি গ্রেফতার করা হচ্ছে না মালিককে?'

শুক্রবার নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের থেকে অনুমতি মেলের পরই গড়িয়া শীতলা মন্দির অথবা শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের থেকে এই মিছিল শুরু হয়। 

অন্যদিকে, সুজিত বসু এদিন বলেন, 'যে কোনও ঘটনা ঘটতেই পারে। সরকার চায় যেন এই ঘটনা না ঘটে। তবে ব্যবসায়ীদেরও সতর্ক থাকতে হবে। এখন পরিস্থিতি ঠিক আছে। DNA টেস্ট হওয়ার পর বোঝা যাবে মৃতের সংখ্যা। দমকল রাজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ দফতর। এমন ক্ষেত্রে তৎপর থাকে দফতর।' এদিনের মিছিল থেকে তাঁর পদত্যাগের দাবি তোলে BJP। 

নজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এদিন সকালেই ওয়াও মোমো সংস্থার দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজনের নাম রাজা চক্রবর্তী। তিনি ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করেন ওয়াও মোমোত। এছাড়া গ্রেফতার করা হয়েছে মনোরঞ্জন শটকে। তিনি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এর ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৩। এর আগে গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ২১টি দেহাংশ। সেগুলি শনাক্ত করা সম্ভব হয়নি। তাই সেই সব দেহাংশ শনাক্ত করতে ডিএনএ ম্যাপিং শুরু করা হয়েছে।  তবে ২৮ জনের নামে রয়েছে নিখোঁজ ডায়েরি। আর নিখোঁজের সংখ্যার সঙ্গে দেহাংশের অঙ্ক না মেলাতেই সমস্যা বেড়েছে পুলিশ ও দমকলের। 

 

Read more!
Advertisement
Advertisement