Advertisement

Suvendu On Biometric Voting: রেশন দোকানের মতো রাজ্যে বায়োমেট্রিকে ভোট হোক, বড় দাবি শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ৯টি নামই ভুয়ো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিক। এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Feb 2025,
  • अपडेटेड 3:32 PM IST
  • মমতার দেওয়া ৯টি নামই ভুয়ো।
  • রাজ্য নির্বাচন আধিকারিক এমনটাই জানিয়েছেন বলে দাবি শুভেন্দুর।

বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মিসভায়  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, দিল্লি ও মহারাষ্ট্রের মতো বাংলার ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকাচ্ছে বিজেপি। সভায় ৯ জনের নামও পড়ে শোনান। পরের দিন, শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মমতার নামে নালিশ করেছেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ৯টি নামই ভুয়ো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিক। সেই সঙ্গে বায়োমেট্রিক ব্যবস্থায় ভোটের দাবিও করেছেন বিরোধী দলনেতা। 

ভোটার তালিকায় মমতার অভিযোগের পাল্টা শুভেন্দু এ দিন অভিযোগ করেন, 'রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের নাম রয়েছে রাজ্যের ভোটার তালিকায়। এমন ১৬ লক্ষ ভুয়ো নাম রয়েছে। বাংলাদেশের আনসারুল্লাহ সন্ত্রাসী সংগঠনের জঙ্গি শাদ শেখের নাম ছিল ভোটার তালিকায়। সে হরিহরপাড়ায় ভোট দিল কী করে? শাদ শেখে স্বীকার করেছে, ওর আধার আছে, ভোটার কার্ড, দুবার ভোট দিয়েছে। আমরা বলছি, যে যে প্রশাসনিক আধিকারিকরা ওর নাম সুপারিশ করতে হবে, সেই নামগুলি জানাতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পশ্চিমবঙ্গে ভূতুড়ে ভোটারের নাম তুলেছে তৃণমূল। রোহিঙ্গা মুসলিম, অনুপ্রবেশকারীদের নাম রয়েছে ভোটার তালিকায়। বজবজে তৃণমূলের ওয়ার্ড সভাপতির পরিবারই বাংলাদেশে থাকে'। 

শুভেন্দুর দাবি,'হরিয়ানা ও গুজরাতের যে তথ্য মমতা দিয়েছেন, নির্বাচন কমিশন বলেছে ভুল তথ্য। ১০-১২ হাজার কর্মচারী নিয়ে মুখ্যমন্ত্রী যে ৯টা অভিযোগ করেছেন, সিইও বলছেন, সেটা ভিত্তিহীন। নির্বাচন কমিশন বলছে, আলাদা নাম। কোনও কারণে আইডি কার্ডে ভুল নাম রয়েছে'। তিনি যোগ করেন,'মুখ্যমন্ত্রী যে ৯টা নাম বলেছেন, সেটা গোটাটাই মিথ্যা। সস্তার রাজনীতি করেছেন উনি। দিল্লিতে ঝাড়ু হেরে যাওয়ার পর উনি আতঙ্কিত। সরস্বতী পুজোয় বাধা দিয়ে জিততে পারবেন না। হিন্দুরা নিজেদের শক্তি দেখিয়েছে। তথ্য থাকলে কমিশনে অভিযোগ করুন'।

ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে শুভেন্দুর দাবি করেন,'আধার ও ভোটার কার্ড যোগ করে বায়োমেট্রিক মেশিন নিয়ে নির্বাচন করতে হবে'। সেটা কি আদৌ সম্ভব? সাংবাদিকদের প্রশ্নে শুভেন্দুর জবাব,'রেশন দোকানে সম্ভব হলে বুথে কেন নয়?'

Advertisement

Read more!
Advertisement
Advertisement