হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WB LoP Suvendu Adhikari)। হেয়ার স্ট্রিট থানার ওসি-কে ইমেল করে অভিযোগ পত্র পাঠান বিরোধী দলনেতা। ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ এফআইআর না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আয়োজিত দলীয় সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুর্নীতির (corruption) তদন্তে নেমে যেভাবে কেন্দ্রীয় তদন্তকী সংস্থাগুলি তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, তাঁদের গ্রেফতার করা হচ্ছে, তারই তীব্র প্রতিবাদ করেন মমতা। পাশাপাশি বিজেপির নেতা-নেত্রীদেরো পাল্টা গ্রেফতার করার হুঁশিয়ারি দেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
শুক্রবার রাতেই তিনি হেয়ার স্ট্রিট থানায় ইমেল করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পত্র পাঠান। সেই পত্র তিনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। বিরোধী দলনেতা লেখেন, 'আমি হেয়ার স্ট্রিট থানার ওসি-র কাছে আমার অভিযোগ ইমেল করেছি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল যে মন্তব্য করেছেন তার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য তাঁকে অনুরোধ করেছি। তিনি তাঁর দলের পক্ষ থেকে শপথ নিয়ে হুমকি দিয়েছিলেন যে আমাদের (বিজেপি) আটজনকে গ্রেফতার করবেন। যেহেতু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানার আওতাধীন, তাই আমি আমার অভিযোগ সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষকে ইমেল করেছি। আমি আশা করি পুলিশ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক কর্তৃত্ব অপব্যবহার ও ভয় দেখানোর জন্য যথাযথ ব্যবস্থা নেবে। যদি পুলিশ এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করে, আমি ৭২ ঘণ্টা অপেক্ষা করব এবং তারপরে অভিযোগটি নেওয়ার অনুরোধ জানিয়ে ACJM আদালতের কাছে যাব।'