"প্রিয়াঙ্কাকে জেতান, আমি দিল্লির নেতাদের বলবো আমার চেয়ারটা ওঁকে দিয়ে দিতে", ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) সমর্থনে প্রচারে এসে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে কোভিড পরিস্থিতিতে ভবানীপুরে উপনির্বাচন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন শুভেন্দু।
মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "ভবানীপুরের ভোট কে চাপিয়েছে? এমন নির্লজ্জ নেতা নেত্রী ভারতবর্ষে আর ২টো নেই। ওনাকে নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছেন। আর উনি ভবানীপুরে আরও একটি ভোট চাপিয়ে দিয়েছেন। একটা উপনির্বাচন করাতে খরচ হয় ৫ কোটি টাকা। আরও একটা ভোট চাপিয়ে সাধারণ মানুষের পকেট থেকে ৫ কোটি টাকা কেটে নিলেন উনি।"
এদিন গুজরাটি ভোটারদের প্রসঙ্গ তুলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, "উনি বলতেন বাংলাকে গুজরাতের হাতে তুলে দেব না। তাহলে এখন কেন বলছেন না? ভবানীপুরে ২০ হাজার গুজরাতি ভোটার আছেন তাই?" একইসঙ্গে সম্প্রতি 'ভ-এ ভবানীপুর ও ভ-এ ভারতবর্ষ' বলে যে মন্তব্য তৃণমূল নেত্রী করেছেন, সেটিকও কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ মানে ভাতা, ভিক্ষা ও ভর্তুকি।" উপনির্বাচনে (Bhawanipur By Election) প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে জয়ী করানোর জন্য এদিন উপস্থিত জনতার কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী।