Advertisement

Udhayanidhi Controversy: উদয়নিধি-মন্তব্যে আদালতে যাচ্ছে BJP; সনাতন ধর্ম বলে আমার জানা নেই: ব্রাত্য

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধির মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সনাতন ধর্মকে নিশ্চিহ্ন করার দাবি তুলেছেন তিনি।

উদয়নিধি।উদয়নিধি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2023,
  • अपडेटेड 2:38 PM IST
  • তৃণমূলের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
  • সনাতন নিয়ে জবাব দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সনাতন ধর্মকে নিশ্চিহ্ন করার কথা বলে বিতর্কের কেন্দ্রে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধি। ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন। এনিয়ে দেশজোড়া প্রবল বিতর্ক। ইন্ডিয়া জোটের শরিক উদয়নিধির দল ডিএমকে। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে বিজেপি। তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন,'সনাতন ধর্ম বলে কোনও বিষয় আছে কিনা, আমার জানা নেই।'

বাংলা ডট আজতক বাংলা-কে রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ি জানান, জগৎগুরু আদি শঙ্করাচার্য দক্ষিণ ভারত থেকে এসেছেন। রামেশ্বরমের ভূমির উদয়নিধি বলছেন সনাতনীরা মশা, মাছি। নাস্তিক্যবাদকেও জায়গা দিয়েছে ঋষি চার্বাকের। উনি বলছেন, সনাতনীদের পিষে মারবেন। পশ্চিমবঙ্গজুড়ে প্রতিবাদ হবে।'

ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছে রাজ্য বিজেপি। এক্স হ্যান্ডেলে তারা বিরোধী নেতানেত্রীদের ছবি দিয়ে লিখেছে,' সনাতন ধর্মের বিনাশ চায় এরা। বিদেশি শত্রুরা যে কাজ করতে পারেনি,সেই কাজ এখন হাতে নিয়েছে অহংকারী জোট।' 

তৃণমূলের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজর্ষি। তাঁর কথায়,'রাজনীতি রাজনীতির জায়গায়। তৃণমূল আপাদমস্তক জামাতের কাছে বিক্রি হয়ে যাওয়া পার্টি। হাওড়াকাণ্ডে পুলিশ অ্যাকশন নিতে পারেনি। সনাতন ধর্মের বিনাশ চায় ওরা।'

তৃণমূল নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'সনাতনী ধর্ম বলে কোনও বিষয় আছে কিনা, আমার জানা নেই। এরা ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে।'

উদয়নিধি তাঁর ভাষণে সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, শুধু সনাতনের বিরোধিতা করলে চলবে না। বরং তা নিকেশ করা উচিত। শনিবার সনাতন নির্মূল সম্মেলনে উদয়নিধি বলেন,'সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বিরুদ্ধে। কিছু জিনিসের বিরোধিতা করা যাবে না, সেগুলো ধ্বংস করতে হবে। আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। এটা মুছে দিতে হবে। তেমন সনাতনকেও ধ্বংস করতে হবে।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement