Advertisement

Tangra Building Collapse: হেলে পড়া ফ্ল্যাটের বাসিন্দারা এবার থাকবেন 'বাংলার বাড়ি'তে?

বুধবার সকালে কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে ওই বহুতল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আবাসনের বাসিন্দাদের দ্রুত বাড়ি খালি করে দেওয়ার অনুরোধ জানানো হলেও, তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিকল্প ব্যবস্থার আর্জি জানিয়েছেন।

ট্যাংরার হেলে পড়া বহুতল।-ফাইল ছবিট্যাংরার হেলে পড়া বহুতল।-ফাইল ছবি
সুকমল শীল
  • কলকাতা,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 1:54 PM IST
  • বুধবার সকালে কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • কলকাতা পুরসভার পক্ষ থেকে ওই বহুতল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকালে কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে ওই বহুতল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আবাসনের বাসিন্দাদের দ্রুত বাড়ি খালি করে দেওয়ার অনুরোধ জানানো হলেও, তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিকল্প ব্যবস্থার আর্জি জানিয়েছেন।

বহুতল ভাঙার নির্দেশ
স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা বলেছেন, 'হেলে পড়া বহুতল কতটা মজবুত, তা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের পর্যবেক্ষণের উপর নির্ভর করছে। তাঁদের রিপোর্ট হাতে আসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রিপোর্টে যদি বলা হয় যে বহুতল বিপজ্জনক, তাহলে তা ভেঙে ফেলা হবে। কাউন্সিলর আশ্বাস দিয়েছেন, বাড়ি ভেঙে সেখানে সরকারি প্রকল্পের বাংলার বাড়ি তৈরি করে বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।'

বাসিন্দাদের ক্ষোভ ও উদ্বেগ
তবে বাড়ি ভাঙার নির্দেশে বাসিন্দারা অসন্তুষ্ট। তাঁদের দাবি, বহুতল হেলে পড়লেও তা ভেঙে না ফেলে বিকল্প কোনও উপায় বের করা হোক। বাড়ি মেরামত করে থাকার উপযোগী করা সম্ভব কি না, তা পরীক্ষা করার দাবি জানিয়েছেন তাঁরা।

এফআইআর দায়ের প্রোমোটারের বিরুদ্ধে
বহুতল হেলে পড়ার ঘটনায় ইতিমধ্যে ট্যাংরা থানায় প্রোমোটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে কীভাবে ওই বহুতল হেলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। নির্মাণের ত্রুটি, গাফিলতি, বা কোনও প্রাকৃতিক কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

বাংলার বাড়ি প্রকল্পের পরিকল্পনা
কাউন্সিলরের কথায়, যদি বহুতল ভেঙে ফেলা হয়, তবে বাসিন্দাদের জন্য বাংলার বাড়ি তৈরি করা হবে। যদিও এ নিয়ে বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে, বাংলার বাড়ি প্রকল্পে এত পরিবারের থাকার ব্যবস্থা কতটা সম্ভব। তবে কাউন্সিলর জানিয়েছেন, বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন
বাড়ির মালিকদের দাবি, তাঁদের আবাসনের জন্য সিসি (কম্পলিশন সার্টিফিকেট) করা রয়েছে। তবে নিয়ম অনুযায়ী, যদি নতুনভাবে বাড়ি তৈরি হয়, তবে সিসি ছাড়া জল ও বিদ্যুতের মতো পরিষেবা পাওয়া যাবে না। বাড়ি ভাঙার পরে কলকাতা পুরসভা বাসিন্দাদের ক্ষতিপূরণ দেবে কি না, সেটি এখনও পরিষ্কার নয়।

Advertisement

ট্যাংরার এই বহুতল হেলে পড়ার ঘটনা শহরের নির্মাণ ব্যবস্থায় গাফিলতির এক নতুন উদাহরণ হয়ে উঠেছে। বাসিন্দাদের নিরাপত্তা এবং পুনর্বাসন নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, বাসিন্দারা এখন সেদিকেই তাকিয়ে। 


 

Read more!
Advertisement
Advertisement