Advertisement

Tarakeswar Shravani Mela: তারকেশ্বরে শ্রাবণী মেলা, ভিড় সামলাতে টানা স্পেশাল ট্রেন রেলের, একগুচ্ছ বাড়তি সুবিধাও

সামনেই তারকেশ্বরে শ্রাবণী মেলা। ভক্তদের ভিড় উপচে পড়বে। শুরু হবে শিবের মাথায় জল ঢালা। রাজ্যের তারকেশ্বর শিব মন্দিরের জন্য বিখ্যাত। মেলার সময় মানুষের ঢল নামে প্রতিবছর। এবছর তীর্থযাত্রীদের সহায়তায় অতিরিক্ত ট্রেন চালাবে রেল। তারকেশ্বর স্টেশনে পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jul 2023,
  • अपडेटेड 4:38 PM IST
  • সামনেই তারকেশ্বরে শ্রাবণী মেলা।
  • ভক্তদের ভিড় উপচে পড়বে।
  • শুরু হবে শিবের মাথায় জল ঢালা।

সামনেই তারকেশ্বরে শ্রাবণী মেলা। ভক্তদের ভিড় উপচে পড়বে। শুরু হবে শিবের মাথায় জল ঢালা। রাজ্যের তারকেশ্বর শিব মন্দিরের জন্য বিখ্যাত। মেলার সময় মানুষের ঢল নামে প্রতিবছর। এবছর তীর্থযাত্রীদের সহায়তায় অতিরিক্ত ট্রেন চালাবে রেল। তারকেশ্বর স্টেশনে পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। 

রেলের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অতিরিক্ত ১২টি কাউন্টার এবং ৪টি এটিভিএম চালু করা হয়েছে। যার লক্ষ্য টিকিট প্রক্রিয়াকে সমস্ত ভক্তদের জন্য নির্বিঘ্ন করা। তারকেশ্বরের সুযোগ-সুবিধাও বাড়ানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া বিভাগ অতিরিক্ত ছয় ৬ জোড়া EMU স্পেশাল চালাবে যা তারকেশ্বরে শ্রাবণী মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার-সহ সবদিন হাওড়া-তারকেশ্বর বিভাগে চলবে।

ট্রেনগুলি হাওড়া থেকে যথাক্রমে 04:05 এবং 12:50 মিনিটে ছেড়ে যাবে। একইভাবে, শিব দর্শনের পরে, ভক্তদের হাওড়ায় ফিরিয়ে আনতে, ইএমইউ স্পেশাল ট্রেনগুলি যথাক্রমে 10:55 এবং 21:17 মিনিটে তারকেশ্বর ছেড়ে যাবে। শেওড়াফুলি থেকে ভক্তরা তারকেশ্বরে ঢালার জন্য গঙ্গাজল নিয়ে যান। পূর্ব রেল শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে EMU স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। শেওড়াফুলি – তারকেশ্বর ইএমইউ স্পেশালটি যথাক্রমে 06:55, 09:20, 16:20 এবং 19:40 মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়বে। বিপরীত দিকে, তারকেশ্বর – শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে ছাড়বে যথাক্রমে 05:55, 08:10, 14:50 এবং 18:40 মিনিটে।

নিয়মিত ট্রেনগুলির পাশাপাশি, এই ইএমইউ বিশেষ ট্রেনগুলি তারকেশ্বরে শ্রাবণী মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে স্বাভাবিক পরিষেবার পাশাপাশি চলবে অর্থাৎ 16.07.2023, 17.07 তারিখে৷ .2023, 23.07.2023, 24.07.2023, 30.07.2023, 31.07.2023, 06.08.2023, 07.08.2023, 13.08.2023, 12.08.2023, 14.208, 14.208, 2023 2023, 21.08.2023, 27.08.2023 , 28.08.2023 এবং 31.08.2023। এই বিশেষ ট্রেনগুলি চলার পথে সমস্ত স্টেশনে থামবে।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement