Advertisement

SSC Exam: প্রশ্নপত্র বিক্রি হচ্ছে ৫০ হাজারে? জবাব দিলেন SSC চেয়ারম্যান

রবিবার স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এদিকে গত শুক্রবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন , চাকরি চুরির পরে SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে। ৫০ হাজার টাকায় SSC-র প্রশ্ন বিক্রির অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, প্রশ্নপত্র সুরক্ষিত আছে।

 SSC-র প্রশ্নপত্র  নিয়ে শুভেন্দুর বিস্ফোরক দাবি, কী বলছেন চেয়ারম্যান? SSC-র প্রশ্নপত্র নিয়ে শুভেন্দুর বিস্ফোরক দাবি, কী বলছেন চেয়ারম্যান?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 3:47 PM IST

রবিবার স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এদিকে গত শুক্রবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন , চাকরি চুরির পরে SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে। ৫০ হাজার টাকায় SSC-র প্রশ্ন বিক্রির অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তবে  স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে  জানিয়ে দিয়েছেন, প্রশ্নপত্র সুরক্ষিত আছে। তিনি জানান, প্রত্যেকটি প্রশ্নপত্রে নিরাপত্তাজনিত সুরক্ষা ব্যবস্থা আছে। ফলে কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে ফাঁস করতে চান, তাঁকে আধ ঘণ্টার মধ্যে ধরে ফেলা হবে।

শনিবার সাংবাদিক বৈঠকে সিদ্ধার্থ মজুমদার জানান, এবার নকল করা বা  নিয়ম বহির্ভূত কাজ আটকাতে প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে থাকছে একাধিক সুরক্ষাকবচ।  যদি কেউ বেআইনি ভাবে কিছু করার চেষ্টা করেন, তাহলে তা ঝটিতি ধরে ফেলবে কমিশন।  বেআইনি কাজ কে করেছেন, তা ধরা যাবে আধঘণ্টার মধ্যেই।  প্রতিটি প্রশ্নপত্রের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার।  এসএসসি চেয়ারম্যান বলেন, 'প্রশ্নপত্রের মধ্যে নানারকম সুরক্ষা ব্যবস্থা থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনও আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সুরক্ষা ব্যবস্থাগুলো এমন, কোনওভাবে যদি প্রশ্নপত্রর কেউ ছবি, কোনওভাবে আমাদের নিরাপত্তা বলয় টপকে যদি কোনও বা অভ্যন্তরীনভাবে কোনওরকম প্রশ্ন ফাঁসের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে, আমরা সেই পর্যন্তও ধরতে পারব।' 

 এসএসসি-র তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে অ্যাডমিটে উপস্থিতির সময় ১১টা নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে নিরাপত্তার ব্যবস্থা থাকবে বিস্তর। সেই কারণে ১০টার সময়ে পরীক্ষাকেন্দ্রে সমস্ত পরীক্ষার্থীকে উপস্থিত হতে হবে। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হবে এবং তা চলবে দেড় ঘণ্টা ধরে। বিশেষ ভাবে সক্ষমদের অতিরিক্ত ৩০ মিনিট সময়ও দেওয়া হয়েছে। আগামিকাল (রবিবার) এই পরীক্ষার জন্য ৬৩৬টি সেন্টার করা হয়েছে। একজন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং স্বচ্ছ জলের বোতল সঙ্গে নিতে পারবেন।  কারও  পেন যদি স্বচ্ছ না হয়, সে ক্ষেত্রে তা কোনও ভাবেই নিয়ে প্রবেশ করা যাবে না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটি করে স্বচ্ছ পেনের ব্যবস্থা কমিশনের পক্ষ থেকেই করা হচ্ছে। এসএসসি-র চেয়ারম্যান  জানান, ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে সমস্ত ভ্যেনুতে।  ১১টা ৪৫ মিনিট নাগাদ একটি সিল প্যাকেট পাবেন। সেখান থেকে পরীক্ষার্থী প্রশ্ন পুস্তিকা এবং ওএমআর পাবেন। ওই ১৫ মিনিটে পরীক্ষার্থী শুধুমাত্র নিজেদের রোল নম্বর বা অন্যান্য পরিচিতি লিখবেন। ১ থেকে ৫ নম্বর জায়গা উত্তরপত্রে ফিল আপ করার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে পরীক্ষার্থীকে। তা ঠিক মতো ফিল আপ না করা হলে বাতিল হয়ে যাবে উত্তরপত্রটি। ১২টার সময়ে শুরু হবে পরীক্ষা।

Advertisement

স্কুল সার্ভিস কমিশনের তরফে পরীক্ষা কেন্দ্রে  কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে একটি সুরক্ষার স্তর থাকবে। প্রশ্নপত্রে থাকছে বিশেষ সিকিউরিটি ফিচার। যদি কোনও ভাবে প্রাথমিক সুরক্ষা বলয় ভেদ করে কেউ প্রশ্নপত্রের ছবি তুলে তা ফাঁস করতে চায়, সে ক্ষেত্রে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তোলা হচ্ছে, তা জানতে পারবে কমিশন। কোনও পরীক্ষার্থী যদি মূল্যবান কোনও জিনিস (যেমন সোনার আংটি বা এই ধরনের কিছু) সঙ্গে আনেন সেক্ষেত্রে তা রাখার জন্য পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। টোকেনের মাধ্যমে তা রাখা হবে এবং পরীক্ষার্থী পরীক্ষা শেষ হলে তা সংগ্রহ করতে পারবেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের জন্য ১ জন পর্যবেক্ষক মোতায়েন থাকবেন। অ্যাডমিট কার্ডে বার কোড স্ক্যানার থাকবে। তা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে কি না, তা জানা যাবে ওই কোড থেকে। 

Read more!
Advertisement
Advertisement