
এবারের মতো জাঁকিয়ে শীতের বিদায়ের পালা। হ্যাঁ, মন খারাপ হলেও এটাই সত্যি। আজ থেকে বাড়তে থাকবে তাপমাত্রা। যার ফলে কনকনে শীত অনুভবের আশা কমবে বলে জানিয়ে রেখেছে হাওয়া অফিস। আর এই খবরেই শীতবিলাসীদের মন খারাপ।
কতটা বাড়তে পারে তাপমাত্রা?
আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছ, আগামী দুইদিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। আর শুনতে কম লাগলেও, এই পরিমাণ পারা বৃদ্ধি পেলে আদতে উধাও হয়ে যাবে কনকনে ঠান্ডা। তারপর ধীরে ধীরে শীত বিদায় নেবে।
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
২৩ তারিখ দেশনায়ক নেতাজির জন্মদিন। আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে। আর ওই দিন কেমন আবহাওয়া থাকবে, এই বিষয়টা জানতে অনেকেই উদগ্রীব। যদিও আবহাওয়ার আপডেট হল, সরস্বতী পুজোর সময় ঠান্ডা অনেকটাই কমে যাবে। সেভাবে শীতের আমেজ মিলবে না।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে মঙ্গলবার পেরিয়ে গেল আরও ২ ডিগ্রি বেড়ে যেতে পারে তাপমাত্রা। যার অর্থ হল, সরস্বতী পুজোয় ঠান্ডা উপভোগ করার উপায় নেই।
তাপমাত্রা বাড়ছে কেন?
আসলে উত্তুরে হাওয়ার দাপটেই মূলত শীত অনুভূত হয়। শরীর কনকন করে ওঠে। যদিও খারাপ খবর হল, এখন পরপর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। সোমবার আরও একটি ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। যার ফলে উত্তুরে হাওয়ার দাপট বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সেই কারণেই বাড়তে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কেমন থাকতে পারে পরিস্থিতি?
কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই আজ থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে এখনও কিছুদিন শীত অনুভূত হবে। শীত একবারে বিদায় নিতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বলে জানান হয়েছে। তাই ফেব্রুয়ারি না পরা পর্যন্ত মন খারাপ করে লাভ নেই।
ও দিকে রাজ্যের উত্তরে এখনও বেশ ভালই ঠান্ডা রয়েছে। বিশেষত, দার্জিলিং সহ পাহাড়ের অধিকাংশ জায়গাতেই অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে ডুয়ার্স থেকে শুরু করে উত্তরবঙ্গের নীচের অংশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই সেখানকার অধিবাসীরাও শীত বিদায়ের জন্য তৈরি হয়ে যান।
কুয়াশার দাপট রয়েছে
শীত বিদায়ের ঘণ্টা বেজে গেলেও কুয়াশার দাপট রয়েছে। ভোর থেকেই কমে যাচ্ছে দৃশ্যমানতা। তাই সাবধান হতে হবে। চেষ্টা করতে হবে ভোর বা সকালের দিকটা সামলে নেওয়ার। তাহলেই বিপদ এড়াতে পারবেন।