Advertisement

ওড়নার ফাঁসে ঝুলন্ত দেহ, কলকাতার নামী স্কুলের সিক্সের ছাত্র মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি অন্যকিছু, এখনও জানা যায়নি। তবে রহস্য তৈরি হয়েছে কলকাতার নামী বেসরকারি স্কুলের এক ছাত্রের মৃত্যুতে। পুলিশ জানিয়েছে ওই ছাত্রের নাম সঞ্জু দে (১২)। সে ক্লাস সিক্সের পড়ুয়া। শুক্রবার ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁসে ঝুলন্ত ছিল দেহ। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। 

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Feb 2023,
  • अपडेटेड 6:58 PM IST
  • আত্মহত্যা নাকি অন্যকিছু, এখনও জানা যায়নি।
  • তবে রহস্য তৈরি হয়েছে কলকাতার নামী বেসরকারি স্কুলের এক ছাত্রের মৃত্যুতে।

আত্মহত্যা নাকি অন্যকিছু, এখনও জানা যায়নি। তবে রহস্য তৈরি হয়েছে কলকাতার নামী বেসরকারি স্কুলের এক ছাত্রের মৃত্যুতে। পুলিশ জানিয়েছে ওই ছাত্রের নাম সঞ্জু দে (১২)। সে ক্লাস সিক্সের পড়ুয়া। শুক্রবার ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁসে ঝুলন্ত ছিল দেহ। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। 

লালবাজার সূত্রে খবর, ওই পড়ুয়ার বাবার নাম শম্ভু দে। মৃত পড়ুয়া কসবা থানা এলাকার  ১৩, আর কে চ্যাটার্জি রোডের বাসিন্দা। ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে রুবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে সে আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। 

বেসরকারি স্কুলটির সেক্রেটারি সুপ্রিয় ধর 'আজতক বাংলা'কে বলেন, 'বিষয়টি আমাদের ফোন করে অনেকেই জানাচ্ছেন। আমাদের কাছে কোনও খবর নেই। আমরা খোঁজ নিচ্ছি। তারপরই আমাদের তরফ থেকে কিছু বলা সম্ভব হবে।'

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যাপ্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কখনও মোবাইল নিয়ে ঝগড়া, কখনও বন্ধুদের সঙ্গে মনোমালিন্য বা কখনও বাবা-মায়ের সঙ্গে সামান্য বচসা হলেও কিশোর-কিশোরীরা বেছে নিচ্ছে আত্মহননের পথ। কলকাতাতেও কিছুদিন পর পরই শোনা যাচ্ছে স্কুল পড়ুয়াদের আত্মহত্যার খবর। এই কিশোরই কি আত্মহত্যা করেছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement