Advertisement

21 July Traffic Update: ভিড় বাড়ছে ধর্মতলায়, কলকাতার কোন রাস্তার কী পরিস্থিতি? রইল ট্রাফিক আপডেট

ক্রমশ ভিড় বাড়তে শুরু করেছে শহিদ দিবসের সভাস্থলে। সব রাস্তা আজ ধর্মতলামুখী। কোন কোন রাস্তা আজ এড়িয়ে চলবেন? কোথায় কোথায় যানজটের আশঙ্কা? একনজরে জেনে নিন ২১ জুলাইয়ের ট্রাফিক আপডেট...

ফাইল চিত্র। ফাইল চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jul 2025,
  • अपडेटेड 8:37 AM IST
  • সব রাস্তা আজ ধর্মতলামুখী
  • কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?
  • কোথায় কোথায় যানজটের আশঙ্কা?

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। আর সেই দিনই কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়, অফিসপাড়ার ঢিলছোড়া দূরত্বে তৃণমূল কংগ্রেসের মেগা শহিদ দিবসের অনুষ্ঠান। সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে ভিড় বাড়তে শুরু করেছে। দূর-দূরান্ত থেকে শহিদ মঞ্চের উদ্দেশে আসতে শুরু করেছেন জোড়াফুল কর্মী-সমর্থকরা। এর মাঝে কর্মস্থলে পৌঁছতে গিয়ে যানজটে নাকাল হওয়ার আশঙ্কা নিত্যযাত্রীদের। কোন কোন পথ এড়িয়ে চলবেন? 

কলকাতা হাইকোর্টের নির্দেশ, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোনওমতেই শহরে যাতে যান চলাচল বিঘ্নিত না হয়। তা সুনিশ্চিত করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে। এছাড়াও মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় কোনও যানজট যাতে না-হয়, কলকাতার পুলিশ কমিশানরকে তা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছে হাইকোর্ট। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মিছিলের রুটও। কিন্তু বাস্তব চিত্র কী বলছে? সেই আভাস মিলল ভোরের কলকাতাতেই। 

কলকাতা পুলিশ সকাল ৭টা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের বাসগুলি ইতিমধ্যেই শহিদ মঞ্চের উদ্দেশে রওনা দিয়েছে।  সেগুলি কোন রুটে যাবে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকেই। এদিকে ভোর ৩টে থেকে শহরে পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

আরও পড়ুন

যানজট সামাল দিতে শহরজুড়ে এদিন মোতায়েন থাকবে প্রায় ৫ হাজার পুলিশ কর্মী। 

প্রতিটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে একজন করে সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে?
রেড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে। এছাড়াও খিদিরপুর, হেস্টিংস, ডায়মন্ড হারবার রোড, তারাতলা ক্রসিং, বেহালা চৌরাস্তা, সখেরবাজার পুলিশ মোতায়েন রয়েছে। যান নিয়ন্ত্রণ করা হচ্ছে শ্যামবাজার, বাগবাজার, এপিসি রোড, কিংসওয়ে, মৌলালি, শিয়ালদা, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, এমজি রোড, জিসি অ্যাভিনিউতে। পুলিশ মোতায়েন রয়েছে পার্ক সার্কাস, মল্লিকাবাজারেও। 

কোন কোন রুটে মিছিল? 
হাওড়া থেকে একটি মিছিল বেরিয়ে ব্রেবোর্ন রোড – ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস– পোদ্দার কোর্ট– সিআর অ্যাভিনিউ পর্যন্ত যাবে। 
শিয়ালদা থেকে একটি মিছিল যাবে  মৌলালি– এসএন ব্যানার্জি রোডে। 
কলকাতা স্টেশন থেকে মিছিল যাবে রায়চরণ সাধুখাঁ রোড– আরজি কর – শ্যামবাজার– ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ – জেএম অ্যাভিনিউ – সেন্ট্রাল অ্যাভিনিউতে। 
শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে মিছিল যাবে বিধান সরণি – কলেজ স্ট্রিট– নির্মলচন্দ্র স্ট্রিট– জিসি অ্যাভিনিউ – সিআর অ্যাভিনিউ পর্যন্ত। 
পার্ক সার্কাস ৭ পয়েন্ট থেকে মিছিল বেরিয়ে যাবে মল্লিকবাজার– এজেসি বোস রোড – মৌলালি–এসএন ব্যানার্জি রোড পর্যন্ত। 
হেদুয়া পার্ক থেকে মিছিল বিধান সরণি– কলেজ স্ট্রিট– এনসি স্ট্রিট– এসএন ব্যানার্জি রোড পর্যন্ত যাবে। 

Advertisement

যানজটে জেরবার হলে ১০৭৩, ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement