Advertisement

Raj Bhavan To Lok Bhavan: রাজভবন 'লোকভবন' হলে রাজ্যপালের নামেও বদল দরকার, কটাক্ষ TMC-র

রাজভবনের নাম বদল করে লোকভবন রাখা হয়েছে। ঘোষণা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর কি তবে রাজ্যপালও নিজের নাম বদলে ফেলবেন? তীব্র কটাক্ষ তৃণমূলের। ঠিক কী প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য?

রাজভবনের নাম বদলে লোকভবনরাজভবনের নাম বদলে লোকভবন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 9:49 AM IST
  • রাজভবনের নাম বদল করে লোকভবন রাখা হয়েছে
  • এরপর কি তবে রাজ্যপালও নিজের নাম বদলে ফেলবেন?
  • ঠিক কী প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য?

পশ্চিমবঙ্গের রাজভবনের নাম বদলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ‘রাজভবন’ হয়ে গিয়েছে ‘লোকভবন’। কেবলমাত্র কলকাতা নয়, দার্জলিঙের রাজভবনও এবার থেকে লোকভবন নামে পরিচিত হবে। এই নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানকে নিশানা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল। রাজভবনের পাশাপাশি কেন রাজ্যপালের নামও পরিবর্তন করা হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। 

কী বললেন চন্দ্রিমা? 
পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'জানি না রাজভবনের নাম এভাবে পরিবর্তন করে ফেলার কোনও অধিকার রাজ্যপালের রয়েছে কি না। বলা হচ্ছে, এবা থেকে রাজভবন নাকি লোকভবন হিসেবে পরিচিত হবে। তার মানে তো, প্রত্যেক লোকের এই লোকভবনে প্রবেশের অধিকার থাকবে। সকলের জন্য খোলা থাকবে লোকভবনের গেট।' এরপরই মন্ত্রীর প্রশ্ন, 'রাজ্যপালও কি তাহলে নিজের নাম পরিবর্তন করে ফেলছেন। কারণ রাজভবন যদি লোকভবন হয়, তবে তো রাজ্যপালেরও লোকপাল নাম হওয়া উচিত। উনি কি তবে এবার লোকপাল হয়ে যাবেন?'

রাজভবনের নাম পরিবর্তন
সিভি আনন্দ বোস জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’-এর ভাবনাকে মাথায় রেখে গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশ জুড়ে রাজভবনের নাম ‘লোকভবন’ করার বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গে সেই নির্দেশ কার্যকর করা হল। রাজভবনের একটি কাঠের দেওয়ালে অশোকস্তম্ভের নীচে সোনালি রঙের অক্ষর বসিয়ে ‘রাজভবন কলকাতা’ লেখা রয়েছে। সেখান থেকে ‘রাজ’ খুলে ‘লোক’ বসান রাজ্যপাল। লোকভবনের তরফে পোস্ট করা একটি ভিডিওতে দেখাও গিয়েছে সেই মুহূর্ত। কেন এই নাম বদল? রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, এই নাম বদলের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের কাছে রাজভবনের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলা। 

 

Read more!
Advertisement
Advertisement