গত সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের ছিল শেষদিন। আর সেদিনই বগটুইকাণ্ড নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা চত্বর। বিধানসভার ভেতরে তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। যাতে দুই শিবিরেরই একাধিক বিধায়ক আহত হন। গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই শাসক দলের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। সেদিন বিধানসভার ভেতরের পরিস্থিতির ছবি ট্যুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর সে কারণে এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দাখিল করেছেন বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভার অধিবেশন কক্ষের ভিতরের ছবি নেটমাধ্যম মারফৎ বাইরে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিজেপি নেতার বিরুদ্ধে বিধানসভার তরফে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বিধানসভার নিয়ম-রীতি অমান্য করার অভিযোগে বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ জমা দিয়েছেন তিনি।
বিধায়কদের হাতাহাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। কার্যত তিনি জানিয়েছিলেন, এই কাজটি পুরোপুরি বেআইনি। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভার অধিবেশন কক্ষের ভেতরের ছবি তুলতে গেলে অবশ্যই স্পিকারের অনুমতি নিতে হয়।