Advertisement

Narendra Modi On Bengal Election: 'মহিলারাই আপনাকে জবাব দেবে,' মোদীর বঙ্গজয়ের আশা নিয়ে কী বলল তৃণমূল?

'বিহার থেকেই গঙ্গা বয়ে বাংলায় পৌঁছয়...'। বিহার জয়ের পর এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই কড়া প্রতিক্রিয়া জানাল তৃণমূল। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, মহিলারাই মোদীকে জবাব দেবে।

শশী পাঁজা (বাঁ দিকে), নরেন্দ্র মোদী (ডান দিকে) শশী পাঁজা (বাঁ দিকে), নরেন্দ্র মোদী (ডান দিকে)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 9:44 AM IST
  • প্রধানমন্ত্রীর বঙ্গজয়ের আশা নিয়ে প্রতিক্রিয়া তৃণমূলের
  • মহিলারাই প্রধানমন্ত্রীকে জবাব দেবে
  • মন্তব্য করলেন মন্ত্রী শশী পাঁজা

'গঙ্গা বিহার থেকেই বয়ে পৌঁছয় বাংলাতে...।' বিহারে বিপুল জয়ের পরই বাংলা দখলের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারে NDA-র ২০২ আসন পাওয়ার পর দিল্লিতে BJP-র হেডকোয়ার্টারে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে দেওয়া তাঁর সেই বার্তার প্রেক্ষিতে এবার কড়া প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস। 

প্রধানমন্ত্রী বলেন, 'BJP এবার বাংলা থেকেও জঙ্গলরাজ উৎখাত করবে।' এই মন্তব্যের জবাবে এ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, 'কোনওরকম ভ্রমে থাকবেন না। বাংলা জয় করা BJP-র কাছে স্বপ্নাতীত। আপনারা বাংলার মহিসাদের অসম্মান করেছেন। বাংলার বকেয়া মেটাচ্ছেন না। মহিলাদের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছেন। আপনি এবং আপনার দলের নেতারা সর্বদাই এ রাজ্যের মহিলাদের অসম্মান করেছেন।' শশী পাঁজা আরও বলেন, 'এখানে সকলেই আপনাদের বাংলা বিরোধী জমিদার হিসেবে চিহ্নিত করে। এটাই BJP-র চরিত্র। ওরা বাংলা বিরোধী। মহিলারা বাংলার আসন্ন বিধানসভা ভোটে আপনাকে যোগ্য জবাব দেবে। আর তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই।' 

বিহার নির্বাচনের ফলাফল নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, বিহারের এই ফলাফলের পিছনে 'পরিকল্পিত লুটে'রও সম্ভাবনা থাকতে পারে। কুণাল ঘোষ বলেন, 'বিহারে যা নির্বাচন হয়েছে, তার ফলাফল আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বিশ্লেষণ করছে। এটা একটা বড় পরিকল্পিত লুট নয় তো?' তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক ফ্যাক্টরের পাশাপাশি ভোটের অস্বাভাবিক স্ট্রাইক রেটের কারণে পুরো বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। রীতিমতো পরিসংখ্যান দিয়ে প্রশ্ন তোলেন কুণাল। তিনি বলেন, 'BJP ১০১টি আসনে লড়েছে। জিতেছে ৯৫টিতে। স্ট্রাইক রেট ৯৪.৫৯%। নীতিশ কুমারও লড়েছিলেন ১০১টি আসনে এবং জিতেছেন ৮৫টি, স্ট্রাইক রেট ৮৪%।'  তাঁর প্রশ্ন, 'এটা সম্ভব?'

 

Read more!
Advertisement
Advertisement