Advertisement

TMC Leader Controversy: 'ডান্ডা মেরে ঠান্ডা', TMC নেতার মন্তব্যে ফিরহাদের প্রতিক্রিয়া,'চিনি না'

ধর্ষণকাণ্ডের প্রতিবাদে বামেদের মিছিল। ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান তৃণমূল নেতা আফরোজ সরকারের। ওই মন্তব্য দল সমর্থন করে না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

আফরোজ সরকার ও ফিরহাদ হাকিম।
অনুপম মিশ্র
  • কলকাতা,
  • 16 Apr 2022,
  • अपडेटेड 12:01 PM IST
  • ভগবানগোলার তৃণমূল ব্লক সভাপতির মন্তব্যে বিতর্ক।
  • বিরোধীদের ডান্ডা মারার নিদান।
  • দল সমর্থন করে না, জানালেন ফিরহাদ।

ধর্ষণে প্রতিবাদে বামেদের মিছিলকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভগবানগোলার তৃণমূল ব্লক সভাপতি আফরোজ সরকার। ওই মন্তব্যে যে দলের সমর্থন নেই তা বুঝিয়ে দিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। 

শুক্রবার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে মিছিল করেছিল বামেরা। ওই মিছিলকে আক্রমণ করেন আফরোজ। একটি ভাইরাল ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে,'ধর্ষণ হলে আমাদের বলুক। আমরা ওসি, এসপিকে বলব। প্রমাণ দেখালেই বলব গ্রেফতার করতে। এমনি ফালতু ফালতু একটা মিছিল করে দিয়েছে। বেশি বাড়াবাড়ি করে ঠান্ডা করে দেব। রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশি কথা বললে, আমরা রাস্তায় নামব। ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। এমন ঠান্ডা করে দেব বাড়ি থেকে বেরোতে পারবে না।'

আফরোজের মন্তব্য দল সমর্থন করে না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি জানান,'কে কোথায় কী বলছে, সে সব না জেনে মন্তব্য করা ভাল নয়। এসব ছোটখাটো ব্লক সভাপতির খবর আমি জানি না।'

ঘটনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,'অনুপ্রেরণার মাত্রা বেশি হয়ে গিয়েছে। তাই মিছিল করলে ডান্ডা পেটা করবেন। পুলিশ বা অনুপ্রেরণা না থাকলে এরা পালিয়ে বেড়াবে। অবিলম্বে এদের গ্রেফতার করে হাজতে পাঠানো উচিত।'

আরও পড়ুন- 'জীবন্ত জ্বালানো হয়েছিল নির্যাতিতাকে?' প্রশ্ন BJP নেত্রীদের

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement