Advertisement

Shah-Sourav Dinner 'আলালের ঘরের দুলাল', শাহি-ভোজে সৌরভকে খোঁচা TMC MLA-র

অমিত শাহকে বাড়ি ডেকে খাওয়ানোয় গোঁসা হয়েছে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। ফেসবুকে সৌরভকে আক্রমণ।

সৌরভকে কটাক্ষ মনোরঞ্জনের। সৌরভকে কটাক্ষ মনোরঞ্জনের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2022,
  • अपडेटेड 11:02 AM IST
  • সৌরভের বাড়িতে শাহের ভোজ।
  • গোঁসা তৃণমূল বিধায়কের।
  • আলালের ঘরের দুলাল বলে কটাক্ষ।

বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। বহুবার নানা কথায় বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবার তিনি নিশানা করলেন বাঙালির 'আইকন' সৌরভ গঙ্গোপাধ্যায়কে। গতকাল, শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজ সারেন অমিত শাহ। সেই প্রসঙ্গ তুলে হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক বিসিসিআই সভাপতিকে বিঁধেছেন 'আলালের ঘরের দুলাল' কটাক্ষে।

মনোরঞ্জন লিখেছেন,'সৌরভকে নিয়ে আমার কোনও দিন তেমন কোনও উন্মাদনা কোনওকালে ছিল না। আলালের ঘরের দুলাল। ব‍্যাট দিয়ে ভাল বল ঠুকতে পারে। সে নিয়ে আর যাই হোক দেশ, জাতি, মানুষের কোনও হিত, মঙ্গল হয় না। কেবল সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে। তাই সৌরভকে নিয়ে আমার কোনও আবেগ ছিল না।' 

হঠাৎ করে সৌরভকে আক্রমণ কেন? আসলে শাহকে বাড়ি ডেকে খাওয়ানোয় গোঁসা হয়েছে মনোরঞ্জনের। তাঁর কথায়,'আজকের যখন সে এক চরম বাঙালি বিদ্বেষী বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি বিরোধী- বাংলা ভাগের চক্রান্তকারী ব‍্যক্তিকে আদর আপ‍্যায়ন করে বাড়িতে নিয়ে গিয়ে ভূরিভোজ করায় - সৌরভকে নয়, যাঁরা তাকে বাঙালির আইকন বলে ধেই ধেই নাঁচে তাঁদের দেখে করুণা হয়।'

আরও পড়ুন

শুক্রবার সন্ধেয় সৌরভের বাড়িতে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভ আগেই জানিয়েছিলেন,'শাহের সঙ্গে তাঁর ক্রিকেট খেলার সময় থেকে পরিচিতি। এটা সৌজন্য সাক্ষাৎ।' নিরামিষাশী স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বিবিধ বাঙালি পদের আয়োজন করেছিলেন মহারাজ। রান্নার তত্ত্বাবধানে ছিলেন তাঁর মা। 

Read more!
Advertisement
Advertisement