Advertisement

TMC বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ফের সিবিআই তল্লাশি, আরজি কর দুর্নীতিকাণ্ডে নয়া মোড়?

আরজি কর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে আর্থিক অনিয়মের তদন্তের জন্য শনিবার উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের বাড়িতে অভিযান চালাল সিবিআই।

আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ, TMC বিধায়কের বাড়িতে সিবিআই হানাআরজি করে আর্থিক অনিয়মের অভিযোগ, TMC বিধায়কের বাড়িতে সিবিআই হানা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 9:31 PM IST

আরজি কর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে আর্থিক অনিয়মের তদন্তের জন্য শনিবার উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের বাড়িতে অভিযান চালাল সিবিআই। সিবিআই সূত্রের খবর, আর জি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত কিছু নথির খোঁজে এই তল্লাশি। যদিও সেসময় বিধায়ক বাড়িতে ছিলেন না। দীর্ঘ সময় ধরে বাড়ি ও লাগোয়া নার্সিংহোমে তল্লাশি চলে।

সিবিআইয়ের অভিযোগ, আর জি করে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায় সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সেই সুবাদে বেশ কিছু আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত ছিলেন বলে অভিযোগ। তাঁর নার্সিংহোম অবৈধভাবে আর্থিক সুবিধা পেত বলে অভিযোগ রয়েছে। গত বছর অগাস্টে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পরপর সেখানকার আর্থিক দুর্নীতির বিষয়টিও প্রকাশ্যে আসে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলায় বিচারপর্ব শুরু হয়েছে। একইসঙ্গে তদন্ত শেষ হয়নি বলে আদালতকে জানিয়েছে সিবিআই।

সেই সূত্র ধরেই এদিন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। আগেও একবার তাঁর সিঁথির বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালিয়েছিল সিবিআই।চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তেও সুদীপ্তের বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মামলার তদন্তে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিঁথির ওই বাড়িতে গিয়েছিল। তিনটি ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর।জানা গিয়েছে, শনিবার তল্লাশি অভিযানের দলে আরজি করের দুর্নীতি কাণ্ডের তদন্তকারী অফিসারও রয়েছেন। 

আরও পড়ুন

আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার আবহেই প্রকাশ্যে আসে আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগ। অভিযোগ ওঠে, তিন বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে আর্থিক দুর্নীতি চলেছে। বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আরজি করে। সেই ঘটনায় প্রথম গ্রেফতার হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরে এই মামলার সূত্র ধরে বিপ্লব সিংহ, আফসার আলি, সুমন হাজরা এবং আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। গত ১৪ জুলাই এই মামলার চার্জগঠন হয়। তার পর শুরু বিচারপ্রক্রিয়া।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement