আজ ইডির ডাকে সাড়া দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে জল্পনার অবসান হয়েছে কাল রাতেই। কলকাতায় ইডি দফতরে বুধবার সকালে তিনি হাজিরা দেবেন। মঙ্গলবার তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও দলের পক্ষে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে ১৩ সেপ্টেম্বর অর্থাৎ আজকেই ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। তৃণমূলের সদস্য হিসেবে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেকের। কিন্তু বুধবার সকালে তাঁকে ইডি দফতরে তলব করা হয়েছে। সূত্রের খবর, তিনি হাজিরা নির্ধারিত সময়েই ইডি দফতরে হাজিরা দেবেন। ফলে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না। শরদ পাওয়ারের বাড়িতে এই বৈঠক হওয়ার কথা।
বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তেমনই নোটিস পাঠিয়েছিল (ইডি) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক আগে নিজের এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়ে, নাম না করে ৫৬ ইঞ্চির ছাতিকে কাপুরুষ এবং অন্তঃসারশূন্য বলে কটাক্ষ করেছিলেন। এবার ইডি জেরার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আগে দায়বদ্ধতা ও স্বচ্ছতা। মানুষের কাছে নিজের ভাবমূর্তি যথাযথ রাখতে হবে।’ সুতরাং ইডি দফতরে গিয়ে তিনি প্রশ্নের মুখোমুখি হবেন,তা বোঝাই যাচ্ছে ।
তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ইডি জেরা করলেও অভিষেককে আপাতত গ্রেফতার করতে পারবে না। প্রাথমিক নিয়োগ মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তার প্রেক্ষিতে আদালতে ইডির আইনজীবী জানিয়ে দেন, অভিষেককে সমন পাঠানো হয়েছে শুধু জিজ্ঞাসাবাদের জন্য। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কোনও সম্ভাবনা নেই। ইডির আইনজীবী জানান, “সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। কিছু তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই সমন করা হয়েছে। ওরা নিজেরাই ভেবে নিচ্ছে গ্রেফতার করা হবে।” এরপর মঙ্গলবার কলকাতা হাইকোর্ট অভিষেককে জানিয়ে দেয়, নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই তাঁর। কারণ, ইডি আগেই এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।