Advertisement

Abhishek Banerjee Attack Bjp: 'বাংলাকে জলে ডুবিয়ে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি, ওদের বিসর্জন হবে', হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee Attack Bjp: দুর্গাপুজোর ঠিক শেষে, বিজয়ার আবহে রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কার মধ্যেই ডিভিসির ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়াকে ‘পরিকল্পিত চক্রান্ত’ বলে দাবি করেছেন অভিষেক।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2025,
  • अपडेटेड 11:13 PM IST

Abhishek Banerjee Attack Bjp: উৎসবের আবহেও রাজ্য রাজনীতিতে ছড়াল উত্তেজনার রেশ। দশমীর বিসর্জনের দিনেই ডিভিসির (DVC) জলছাড়াকে কেন্দ্র করে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে টুইট করেছিলেন ডিভিসি এবং কেন্দ্রের বিরুদ্ধে। এবার সেই সুরেই বিজেপিকে কার্যত একহাত নিলেন অভিষেক।

দুর্গাপুজোর ঠিক শেষে, বিজয়ার আবহে রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কার মধ্যেই ডিভিসির ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়াকে ‘পরিকল্পিত চক্রান্ত’ বলে দাবি করেছেন অভিষেক। তাঁর অভিযোগ, “দশমী পেরোনোর আগেই বাংলায় জলে ডুবিয়ে দেওয়ার ছক কষেছে বিজেপি। এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা একটা পরিকল্পিত, মানুষ-সৃষ্ট (ম্যান-মেড) বন্যা। ডিভিসিকে হাতিয়ার করেই এই কাজ করানো হচ্ছে।”

মুখ্যমন্ত্রীর ক্ষোভ
এর আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “বিজয়ার সময় বাংলাকে না জানিয়ে ডিভিসি নতুন করে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।” আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর সময় থেকেই রাজ্যে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী সাতদিন ধরে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই আবহে অতিরিক্ত জল ছাড়ায় জলস্তর দ্রুত বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন

বিজেপির বিরুদ্ধে তোপ
এই অবস্থাকে ঘিরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক। তাঁর কথায়, “ওরা চায় বাংলার পুজোর আনন্দে জল ঢালতে। ওরা চায় বাংলার বিসর্জন হোক। কিন্তু বাংলার বিসর্জন হবে না, বরং বিসর্জন হবে বিজেপির। ২০২৬-এ নির্বাচনের সময় বাংলায় বিজেপির যত আবর্জনা পড়ে থাকবে, মানুষ সেগুলো নির্মূল করে দেবে।”

অভিষেকের অভিযোগ, প্রতি বছর একই কৌশল, পুজোর মরশুমে ডিভিসির জলছাড়া দিয়ে পরিকল্পিত বন্যা তৈরি করা হয়। মানুষের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, আর তার পেছনে থাকে রাজনৈতিক প্রতিহিংসা। কারণ, “বাংলার মানুষ বিজেপিকে বারবার প্রত্যাখ্যান করেছে। সেই রাগ থেকেই এই জলছাড়া।” তিনি আরও বলেন, “২০২৪-এর মতো, ২০২৬-এও বিজেপি ও দিল্লির জমিদারদের বাংলার মানুষ চিরতরে বিদায় জানাবে।”

আন্দোলনের হুঁশিয়ারি
তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পুজোর কার্নিভাল মিটলেই ডিভিসির বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নামা হবে। দলীয় সূত্রে খবর, ডিভিসির দফতর ঘেরাও করে দিন-রাত অবস্থান বিক্ষোভের কর্মসূচিও নেওয়া হতে পারে।

অর্থাৎ, দুর্গাপুজো মিটলেও উত্তাপ কমছে না বাংলার রাজনীতির আকাশে। উৎসবের রঙ মুছে গিয়ে ফের জমে উঠছে শাসক-বিরোধী তরজা, এবার কেন্দ্রবিন্দুতে ‘জল’। 

 

Read more!
Advertisement
Advertisement