Advertisement

Mamata Banerjee:'দেউচা হলে ১০০ বছর বিদ্যুতের অভাব হবে না,' একুশের মঞ্চে শিল্প-সওয়াল মমতার

তৃণমূলের শহিদ দিবস ঘিরে জনস্রোতে ভাসল শহর কলকাতা। নেত্রী মঞ্চে উঠতেই সেই ভিড় গর্জে উঠলো। যা দেখে আপ্লুত স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই সমর্থকের অধিকাংশই যে যুব সমাজ তা ভালই জানেন নেত্রী। তাই একুশের মঞ্চে যুব সমাজের জন্য বাংলায় কর্মসংস্থানের খতিয়ান সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কর্মসংস্থান নিয়ে অকগুচ্ছ ঘোষণা মমতার  কর্মসংস্থান নিয়ে অকগুচ্ছ ঘোষণা মমতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 2:10 PM IST
  • গতবছর এরাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল
  • তবে করোনার কারণে সেবার ২১ জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল ভারচুয়ালি
  • বলতে গেলে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, ধর্মতলায় তৃণমূলের প্রথম একুশে জুলাইয়ের সমাবেশ ছিল এটাই

গতবছর এরাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। তবে করোনার কারণে সেবার ২১ জুলাইয়ের অনুষ্ঠান হয়েছিল ভারচুয়ালি। বলতে গেলে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, ধর্মতলায় তৃণমূলের প্রথম একুশে জুলাইয়ের সমাবেশ ছিল এটাই। আর তৃণমূলের শহিদ দিবস ঘিরে জনস্রোতে ভাসল শহর কলকাতা। নেত্রী মঞ্চে উঠতেই সেই ভিড় গর্জে উঠলো। যা দেখে আপ্লুত স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই সমর্থকের অধিকাংশই যে যুব সমাজ তা ভালই জানেন নেত্রী। তাই একুশের মঞ্চে যুব সমাজের জন্য বাংলায় কর্মসংস্থানের খতিয়ান সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মমতার বক্তব্য
এরাজ্যে দেউচা পাঁচামি নিয়ে বিতর্ক চলছে বহুদিন ধরেই। মমতা সাফ জানিয়ে দেন এই প্রকল্প হলে রাজ্যে ১ লক্ষ ছেলে-মেয়ের চাকরি হবে, ১০০ বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না, উল্টে বাংলায় অন্য খানে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরাজ্যে শিল্প ও কর্মসংস্থান নিয়ে তৃণমূলনেত্রী এদিন বলেন-

আরও পড়ুন

  • দেউচা পাঁচামি, তাজপুর বন্দর, নতুন সিলিকন ভ্যালি— বাংলায় প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে।
  •  আগামী ৫০ বছর রাজ্যের কয়লা নিয়ে কোনও চিন্তা করতে হবে না। 
  • দেউচা পাঁচামির কাজ শুরু হয়ে গিয়েছে। এক লাখ ছেলেমেয়ে ওখানে কাজ পাবে। 
  • রাজ্যে সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। ৫০ হাজার ছেলেমেয়ে চাকরি পাবে। 
  • বানতলায় আড়াই লাখ কর্মী ইতিমধ্যে কাজ করছেন।
  • রাজ্যে  দেড় লাখ MSME কর্মী চাকরি করছেন।
  • নেত্রীর কথায়, ১৭ হাজার শিক্ষক নিয়োগ করতে চাই, কোর্টে কেস চলছে বলে পারছি না।

স্বভাব সুলভ ভঙ্গিতেই  কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, আমরা চাই চাকরি হোক আর বিজেপি চায় চাকরি যাক। ভারতে ৪৫ শতাংশ বেকারত্ব বেড়েছে, কিন্তু বাংলায় কমেছে ৪০ শতাংশ।  কেন্দ্রীয় রিপোর্টে বলছে কৃষকদের ইনকামে বাংলা প্রথম। আমরা গর্বিত। 

কর্মসংস্থান নিয়ে রাজ্যের প্রাক্তন শাসক শিবিরকেও আক্রমণ করতে ছাড়েননি মমতা। তৃণমূলনেত্রী মঞ্চ থেকেই বলেন, সিপিএমের আমলে ১০-১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। ছেলেরা পার্বটি করতো,  আর বউরা টিচারিতে চাকরি পেয়েছিল কীকরে? 
 

Read more!
Advertisement
Advertisement