Advertisement

Mamata Banerjee: ২০২৬-এ কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যত্‍বাণী মমতার, দলকেও দিলেন বড় নির্দেশ

মমতার কথায় স্পষ্ট, বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয়কে গুরুদায়িত্ব দিতে পারে দল। মমতা বলেন, 'বালুকে অন্যায় ভাবে জেলে আটকে রাখা হয়েছিল, ওর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি।' এরপরেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় -- ফাইল ছবিমমতা বন্দ্যোপাধ্যায় -- ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Feb 2025,
  • अपडेटेड 3:01 PM IST
  • বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয়কে গুরুদায়িত্ব দিতে পারে দল
  • দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস
  • কয়েকজন বিধায়ককে রীতিমতো ধমক দেন মমতা

বাজেট অধিবেশনের আগে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে আজ অর্থাত্‍ সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমাতার স্পষ্ট বার্তা, দলের রাশ তাঁর হাতেই থাকছে। একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কত আসন পেতে পারে, তাও প্রায় একবছর আগেই ভবিষ্যত্‍বাণী করে দিলেন মমতা।

বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয়কে গুরুদায়িত্ব দিতে পারে দল

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, এদিন পরিষদীয় দলের বৈঠকে রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। মমতার কথায় স্পষ্ট, বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয়কে গুরুদায়িত্ব দিতে পারে দল। মমতা বলেন, 'বালুকে অন্যায় ভাবে জেলে আটকে রাখা হয়েছিল, ওর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি।' এরপরেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হন তিনি। ফের বার্তা দিলেন, তাঁর হাতেই তৃণমূল কংগ্রেসের রাশ থাকছে। মমতার নির্দেশ, 'তৃণমূলের ছাত্র-যুব যাবতীয় শাখা সংগঠন এবং ব্লক কমিটি গঠনে তোড়জোড় শুরু করুন।', ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ দিলেন। অরূপ বিশ্বাসের কাছে ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ, 'বিধায়কদের নামের তালিকা জমা পড়লে তবে কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।'

দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস

এরপরেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বড়সড় ভবিষ্যত্‍বাণী করলেন তৃণমূল নেত্রী। আত্মবিশ্বাসের সঙ্গে মমতার দাবি, ২০২৬ সালের বিধানসভায় দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। বললেন,  'দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি। দু'দল একসঙ্গে থাকলে এই ফল হত না। বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব।'

কয়েকজন বিধায়ককে রীতিমতো ধমক দেন মমতা
 
সূত্রের খবর, এদিন মদন মিত্র, উদয়ন গুহ সহ বেশ কয়েকজন বিধায়ককে রীতিমতো ধমক দেন মমতা। বলেন,  ‘ক্ষমা অনেকেই চেয়েছে। কিন্তু ক্ষমা চাইলেই ক্ষমা করা সম্ভব নয়।’ রেহাই পাননি আসানসোলের বিধায়ক বিধান উপাধ্যায়ও। তাঁকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘তোমার কাণ্ড-কারখানায় কান পাতা যাচ্ছে না।’

Advertisement

Read more!
Advertisement
Advertisement