মধ্যরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠল ছোটপর্দার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর গাড়ির ধাক্কায় আহত হন এক বাইকচালক। অভিনেতাকে গ্রেফতার করা মঙ্গলবার সকালে। তাঁর গাড়িটি আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার এই ঘটনাটি ঘটে রাজা রামমোহন রায় রোডে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন সিরিয়াল অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেয়। তার পর এক বাইক আরোহীকে ধাক্কা দিলে আরোহী জখম হন। বাইক চালকের মাথায় ও চিবুকে আঘাত লাগে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালেই অভিনেতাকে গ্রেফতার করা হয়। তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। অভিনেতার গাড়ি থেকে মদের বোতল পাওয়ার অভিযোগও উঠেছে।
যদিও এক সংবাদমাধ্যমের কাছে সম্রাট জানিয়েছিলেন যে তাঁকে গ্রেফতার করা হয়নি। অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে অভিনেতা কাজ সেরে বাড়ি ফিরছিলেন সম্রাট। রাতে একটি বাইক তাঁর গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় তিনি খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলেন এমনটা নয়। গাড়িতে ধাক্কা লাগার জন্য ছেলেটির আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁকে গ্রেফতার করার ঘটনা ও তাঁর গাড়ি থেকে মদের বোতল পাওয়ার খবর একেবারেই মিথ্যে। যদিও পরে বেহালা পুলিশ মঙ্গলবার সকালেই তাঁকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
বহু বছর ধরেই সম্রাট অভিনয়ের সঙ্গে যুক্ত। ছোট ও বড় পর্দাতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মূলত খলনায়ক হিসেবে দেখা যায় তাঁকে। সম্রাটের স্ত্রী ময়না মুখোপাধ্যায়ও অভিনেত্রী। সম্রাটের নিজের নৃত্য ও অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেখান থেকে প্রশিক্ষিত হয়ে শুধু অভিনয় জগতেই নয়, সংবাদমাধ্যমে নিজেদের কেরিয়ার গড়েছেন অনেকে। সম্রাট বিভিন্ন অভিনয় কর্মশালাও করে থাকেন। এই মুহূর্তে ছোটপর্দার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে অভিনেতাকে দেখা যাচ্ছে।