আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত। চলছে মহড়া। ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশ একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে। ৪, ৫, ৬, ৭ ও ৮ অগাস্ট প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত ময়দান সংলগ্ন এলাকায় যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে
ট্র্যাফিক অ্যাডভাইজরি অনুযায়ী, রেড রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড (উত্তরমুখী), হাসপাতাল রোড, লাভার্স লেন, প্লাসি গেট রোড, কিংসওয়ে—এইসব গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিন সকাল ৫টা থেকে সকাল ৮:৩০ পর্যন্ত বা মহড়া শেষ না হওয়া পর্যন্ত সমস্ত প্রকার যানবাহন ও পথচারী চলাচলে বিধিনিষেধ জারি থাকবে।
বিকল্প ব্যবস্থা ও সতর্কতা
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার নির্দেশে জারি হওয়া এই নির্দেশিকায় জানানো হয়েছে, যানজট এড়াতে ট্র্যাফিক পুলিশ প্রয়োজনে অন্যান্য ফিডার ও ধমনী রাস্তাও নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি, মহড়ার সময় যাতে জনসাধারণের মধ্যে কোনও বিভ্রান্তি বা সমস্যার সৃষ্টি না হয়, সেই উদ্দেশ্যে বিধিনিষেধগুলো কার্যকর করা হচ্ছে।
নাগরিকদের জন্য নির্দেশ
পুলিশের তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন মহড়ার দিনগুলোতে অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলেন এবং রুট প্ল্যানিং করে আগে থেকেই যাত্রা করেন। এছাড়া, ট্র্যাফিক কর্মীদের নির্দেশ মানতে এবং সহযোগিতা করতে বলা হয়েছে।
স্বাধীনতা দিবসের মহড়া ঘিরে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মহড়ার দিনগুলিতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে। সতর্ক বার্তায় বলা হয়েছে, এ ধরনের প্রস্তুতি শুধুমাত্র জাতীয় উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, তাই নাগরিকদের সহযোগিতা কাম্য।