
আগামী ৮ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভ্যাল (Puja Carnival 2022)। পুজো কমিটির সদস্য, অন্য অতিথিরা ছাড়াও ওইদিন কার্নিভ্যাল দেখতে রেড রোডে ভিড় করবেন হাজার হাজার মানুষ। সেই কারণে ওই দিন কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ (Kolkata Traffic Control) করা হবে। নিরঞ্জনের গাড়ি বাদে সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির (Goods Vehicles) চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এক্সাইড মোড়, হেস্টিংস, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন ও রেড রোডে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও শহরের কয়েকটি রাস্তায় পার্কিং করাও যাবে না।
দেখে নিন কী কী করা হবে ওই দিন:
প্রতিবছরই পুজোর দিনগুলিতে শহরে বাড়তি যানজট এড়াতে পণ্যবাহী ট্রাক ও অন্য ভারী গাড়ি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এ বছরও তার কোনও ব্যতিক্রম হয়নি ৷ কিন্তু, এ বছর কলকাতায় পণ্যবাহী গাড়ির প্রবেশের সময়সীমায় বদল হয়েছে ৷ রাত ১২টার বদলে শহরে পণ্যবাহী গাড়ি ঢোকার অনুমতি দেওয়া হয়েছে রাত ২টো থেকে৷ এই নিয়ম বলবৎ রয়েছে সকাল ৮টা পর্যন্ত৷ কলকাতা পুলিশের তরফে পঞ্চমী থেকেই রাস্তায় নেমেছে প্রায় ৯ হাজার পুলিশকর্মী। অতিরিক্ত প্রায় ১০ হাজার অস্থায়ী হোমগার্ডও রয়েছে। ৯ হাজার পুলিশকর্মীর মধ্যে ৪ হাজার বরাদ্দ হয়েছে শহরের যান চলাচল নিয়ন্ত্রণের জন্য।