আদিবাসী কুড়মি সমাজের রেল রোকো অভিযানের জেরে শনিবার বাতিল হল একগুচ্ছ ট্রেন। সকাল থেকেই খড়গপুর এবং লাগোয়া স্টেশনগুলিতে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এই গোষ্ঠীর প্রতিনিধিরা। খড়গপুর ডিভিশনের ওড়িশার ভঞ্জপুর স্টেশন এবং চক্রধরপুর ডিভিশনের সিনি-বীরবান স্টেশনে কুড়মি আন্দোলনকারীরা রেল অবরোধ করেন। এর জেরে প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেল পরিষেবায়।
কোন কোন ট্রেন বাতিল?
> ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান লোকাল
> ৬৮০১৯/৬৮০২০ টাটানগর-গুয়া-টাটানগর লোকাল
> ৬৮০০৩/৬৮০০৪ টাটানগর-গুয়া-টাটানগর লোকাল
কোন কোন ট্রেনের রুট বদল?
> ১৮০১৩ আদ্রা-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ২০ তারিখ ভোজুডিহ-তালগারিয়া-চাস-বাঁধডিহি হয়ে চলাচল করবে।
> ১২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেসটিকে আসানসোল হয়ে জয়চণ্ডী পাহাড় দিয়ে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছে।
> ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসটিকে আসানসোল হয়ে গয়ার দিকে ডাইভার্ট করা হয়েছে।
> ০৯৪৩৮ শিয়ালদা-গান্ধীধাম এক্সপ্রেস আসানসোল হয়ে গয়া যাচ্ছে।
কোন কোন ট্রেন অবরোধে আটকে পড়ে?
> ২০৮৮৭ রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস বোকারো স্টিল সিটিতে রয়েছে
>মুড়িতে রয়েছে ২০৮৯৩ টাটানগর-পাটনা বন্দে ভারত
>রাঁচিতে রয়েছে ১৩৩৫২আলাপুজা-ধানবাদ এক্সপ্রেস
কোন কোন ট্রেনের রুট কাটছাঁট?
> ১৩৩২০ রাঁচি-দুমকা এক্সপ্রেস ট্রেনটি বরাকর পর্যন্তই গিয়েছে।
> ১৩৫৫৩ আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস মুগমা পর্যন্তই যাবে।
> ১৩৫০৩ বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস আসানসোল পর্যন্তই যাবে।
কেন আন্দোলনে কুড়মি সমাজ?
জাতিসত্ত্বার দাবিকে সামনে রেখে রাজ্যের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশায় এই অবরোধ হবে বলে জানিয়েছে কুড়মিরা। মোট প্রায় ১০০টি পয়েন্টে অবরোধ হওয়ার কথা রয়েছে। অবরোধ আটকাতে বদ্ধ পরিকর পুলিশ, প্রশাসন ও রেল। একটি জনস্বার্থ মামলার শুনানিতে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই অবরোধ সম্পূর্ণভাবে বেআইনি এবং অসাংবিধানিক। শনিবারের রেল ও রাস্তা অবরোধের মোকাবিলায় রাজ্য পুলিশ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম। বাড়তি আরপিএফ মোতায়েনও এ দিন বিভিন্ন স্টেশনে মোতায়েন করা হয়েছে।