Advertisement

Humayun Kabir : বিতর্কিত মন্তব্য করে বিপাকে হুমায়ুন, শোকজ করল তৃণমূল

ফের দলের রোষে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি শোকজ করল ভরতপুরের বিধায়ককে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমায়ুনকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছে রাজ্যের শাসক দল।

Humayun KabirHumayun Kabir
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Mar 2025,
  • अपडेटेड 7:32 PM IST
  • ফের দলের রোষে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
  • বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি শোকজ করল ভরতপুরের বিধায়ককে

ফের দলের রোষে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি শোকজ করল ভরতপুরের বিধায়ককে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমায়ুনকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছে রাজ্যের শাসক দল।

ঘটনার সূত্রপাত বুধবার। সেদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন, আগামী বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারাবে বিজেপি। সেই প্রস্তুতি চলছে। তারপরই বলেন, বিধানসভা থেকে চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের ফেলে দেব। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। 

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আসরে নামেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি দেন। ৭২ ঘণ্টার ডেডলাইনও দেন। ক্ষমা চাইতে হবে, বলেন। মুর্শিদাবাদে গেলে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন। 

হুমায়ুন বলেছিলেন, 'আমি একজন মুসলিম এলএলএ হিসেবে আপনাকে চ্যালেঞ্জ করছি, এই ৪২ জন বিধায়ক আপনাকে বিধানসভার ভিতরে, আপনার যে ঘর সেখানে বুঝে নেব। আপনি মন্তব্য প্রত্যাহার করুন। না হলে আমরাও বুঝে নেব।'

এদিকে এই মন্তব্যের পর হুমায়ুনের বিরুদ্ধে সরব হন বিজেপি বিধায়করা। তার মধ্যেই তাঁকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, হুমায়ুনের মন্তব্যে ক্ষুব্ধ খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রসঙ্গত, এর আগেও হুমায়ুনকে শোকজ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে তিনি ক্ষমা চেয়েছিলেন তিনি। এবার শোকজ হওয়ার পর তিনি দলীয় নেতৃত্বের কাছে নিজের কোন অবস্থানের কথা জানান, সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement