Advertisement

Maheshtala Violence: তুলসী মঞ্চ-হিন্দু-মুসলিম, মহেশতলায় কীভাবে হিংসা? পুরোটা জানাল পুলিশ

মহেশতলায় একটি শিব মন্দিরের সামনে দোকান নির্মাণ নিয়ে চাপা অশান্তি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপের বিরোধিতা করে একটি ছোট তুলসী মঞ্চ তৈরি করে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে অশান্তি শুরু হয়।

তুলসী মঞ্চ-হিন্দু-মুসলিম, মহেশতলায় কীভাবে হিংসা? পুরোটা জানাল পুলিশতুলসী মঞ্চ-হিন্দু-মুসলিম, মহেশতলায় কীভাবে হিংসা? পুরোটা জানাল পুলিশ
Aajtak Bangla
  • মহেশতলা,
  • 12 Jun 2025,
  • अपडेटेड 12:50 PM IST
  • মহেশতলায় একটি শিব মন্দিরের সামনে দোকান নির্মাণ নিয়ে চাপা অশান্তি শুরু হয়
  • স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপের বিরোধিতা করে একটি ছোট তুলসী মঞ্চ তৈরি করে

তুলসী মঞ্চ থেকেই সূত্রপাত। তারপর মুসলিম ও হিন্দু ধর্মান্ধদের কারণেই মহেশতলায় হিংসা হয়। সাংবাদিক বৈঠক করে জানালেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনটে এফআইআর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এফআইআর-র সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়াও আরও তদন্ত চলছে, তাই ধৃতের সংখ্যাও বাড়তে পারে।

তুলসী মঞ্চ

মহেশতলায় একটি শিব মন্দিরের সামনে দোকান নির্মাণ নিয়ে চাপা অশান্তি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপের বিরোধিতা করে একটি ছোট তুলসী মঞ্চ তৈরি করে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে অশান্তি শুরু হয়। মুসলিমরা তুলসী মঞ্চ তৈরির প্রতিবাদে ডেপুটেশন দিতে এসেছিলেন। পরে সেখান থেকে হিংসা ছড়িয়ে পড়ে। শিব মন্দির ও তুলসী মঞ্চে ভাঙচুরের অভিযোগ ওঠে। পুলিশ আরও জানিয়েছে যে এলাকায় ১০টি পিকেট বসানো হয়েছে।  এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ আছে। কারফিউ জারি রয়েছে রবীন্দ্রনগর থানা এলাকায়।

আরও পড়ুন

পুলিশি ব্যর্থতা?

বুধবার হিংসা চলাকালীন কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন। প্রথমে পরিস্থিতি সামলাতে পারেনি পুলিশ। পরে আরও বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নিজেদের ব্যর্থতা একপ্রকাশ স্বীকার করে নিয়েছেন এসপি ডায়মন্ডহারবার। পুলিশ ব্যর্থতা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে, তিনি এটাও দাবি করেছেন যে পুলিশ আক্রান্ত হতেই পারে, কারণ চাকরি এরকমই। রাহুল গোস্বামী বলেন, 'পুলিশ বাড়াবাড়ি করেনি, যেটুকু প্রয়োজন সেটুকুই করা হয়েছে। আরও গ্রেফতার বাড়বে। পুলিশ সময়েই অ্যাকশন নিয়েছে। কোনও ধর্মান্ধতা বরদাস্ত করা হবে না। দল, ধর্ম, পরিচয় নির্বিশেষে কাউকে রেয়াত করা হবে না।'

বজবজে বোমার মশলা

এদিকে, বুধবার রাতেই বজবজে প্রচুর বোমা তৈরির মশলা-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটে মোটরবাইক। সকালের ঘটনার বদলা হিসেবে ব্যবহারের জন্য বোমা তৈরির উদ্দেশ্যেই এই মশলা নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তাদের আরও দাবি, ধৃতদের মধ্যে একজনের নাম নবীনচন্দ্র রায়। পুলিশের আরও দাবি, তিনি সক্রিয় আরএসএস ও বিজেপি কর্মী। রামবমীর সময় অশান্তির ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement