ফের জোড়া নিম্নচাপের চোখরাঙানি। একদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে তামিলনাড়ু উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যদিকে আরব সাগরের দক্ষিণ পূর্বে রয়েছে ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হচ্ছে। এর জেরে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বঙ্গোপসাগরে নিম্নচাপ
শ্রীলঙ্কা উপকূলে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপটি বুধবার সকালেই তামিলনাড়ু উপকূলে পৌঁছেছে। এই নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর পশ্চিম প্রান্তে। দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের পাড়ের এলাকাগুলি ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে এই নিম্নচাপ। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। এরপর এটি এগোবে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্র উপকূলবর্তী এলাকায়।
এই নিম্নচাপের প্রভাব পড়বে বাংলায়?
কালীপুজো এবং দীপাবলি উৎসবে বৃষ্টি বিঘ্ন ঘটনায়নি। ভাইফোঁটাতেও শুষ্কই থাকবে আবহাওয়া। তবে উৎসবের পালা কাটতে না কাটতেই ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি এবং রবিবার, রাজ্যের সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় নতুন করে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে।
দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। ফলে অক্টোবর শেষ হতে চললেও কলকাতার রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ঘোরাঘুরি করছে ৩২–৩৩ ডিগ্রির মধ্যে।
আরব সাগরেও নিম্নচাপ
সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে আরব সাগরের দক্ষিণ পূর্বে। লাক্ষাদ্বীপ, গোয়ায় এর প্রভাব পড়তে চলেছে। আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপ আরব সাগরের উত্তর এবং উত্তর পশ্চিম প্রান্ত এগোবে। তবে এর প্রভাব বাংলায় পড়বে না।