Advertisement

Tallah pumping station: টালার নয়া পাইপলাইন চালু এ সপ্তাহেই, কলকাতাবাসীর কী সুবিধা হবে?

আরও ছড়িয়ে যাচ্ছে টালার জল। আরও দুটি নতুন পাইপলাইন এই সপ্তাহ থেকে চালু হয়ে যাচ্ছে। পিডব্লিউডি এবং কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, টালা ব্রিজ তৈরি হওয়ার সময়ই পুরোনো দুটি নতুন পাইপ বন্ধ করে দেওয়া হয়েছিল। যেগুলি ছিল ৩০ ইঞ্চি ব্যাসের। নতুন পাইপগুলি ৪৮ ইঞ্চি ব্যাসের। যা চালু হয়ে গেলে মোট ৫টি পাইপের চাপ অনেক কমে যাবে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Feb 2023,
  • अपडेटेड 11:46 AM IST
  • আরও ছড়িয়ে যাচ্ছে টালার জল।
  • আরও দুটি নতুন পাইপলাইন এই সপ্তাহ থেকে চালু হয়ে যাচ্ছে।

আরও ছড়িয়ে যাচ্ছে টালার জল। আরও দুটি নতুন পাইপলাইন এই সপ্তাহ থেকে চালু হয়ে যাচ্ছে। পিডব্লিউডি এবং কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, টালা ব্রিজ তৈরি হওয়ার সময়ই পুরোনো দুটি নতুন পাইপ বন্ধ করে দেওয়া হয়েছিল। যেগুলি ছিল ৩০ ইঞ্চি ব্যাসের। নতুন পাইপগুলি ৪৮ ইঞ্চি ব্যাসের। যা চালু হয়ে গেলে মোট ৫টি পাইপের চাপ অনেক কমে যাবে।

কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দুটি নতুন পাইপের মধ্যে একটি চালু করা হবে এবং চাহিদা বাড়লে অন্যটিকে ভবিষ্যতে ব্যবহার করা হবে। দুটি পাইপলাইনের প্রতিটি বহন করার জন্য টালা সেতু বরাবর দুটি পৃথক নালা তৈরির কাজ শেষ হয়েছে। এবং পাইপলাইনগুলি এখন আগামী কয়েক দিনের মধ্যে জলের মূল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে দেওয়া হবে।

আরও পড়ুন-প্রাইভেট হাসপাতালগুলিতে ১৫ দিনের জন্য ফ্রি রিপোর্ট ও চিকিৎসার উইন্ডো, নির্দেশ কমিশনের

উত্তর প্রান্তের সিঁথি থেকে দক্ষিণে ভবানীপুর পর্যন্ত প্রায় ২.৫ মিলিয়ন মানুষ টালা পাম্পিং স্টেশন থেকে জল পান। নতুন পাইপলাইনগুলি উত্তর এবং মধ্য কলকাতার একটা বড় অংশের মানুষকে টালার জল পেতে সাহায্য করবে। 

নতুন পাইপলাইন তৈরিতে প্রায় ৫৪০ কোটি টাকা খরচ হয়েছে। টালা ব্রিজ সেপ্টেম্বরে উদ্বোধন হয়েছে। তারপর থেকেই পাইপলাইনের কাজ শুরু হয়েছে। শ্যামবাজার ও চিড়িয়া মোড়ের দুই প্রান্ত ছাড়াও টালা সেতুর একটি অংশ রেললাইনের ওপর দাঁড়িয়ে আছে। নির্মাণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলের সংযোগ তৈরির কাজ খুবই সাবধানে করতে হয়েছে। যা গেছে সেতুর কাঠামো বরাবর।

টালা পাম্পিং স্টেশন প্রতিদিন ২১০ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করে। কলকাতার পুর এলাকায় দৈনিক ৪০০ মিলিয়ন গ্যালন সরবরাহের অর্ধেকেরও বেশি টালা থেকেই যায়। এবার যা আরও ছড়িয়ে যাবে। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement