Advertisement

Kolkata Population: ২০৫০ সালে কলকাতায় জনসংখ্যা কত হবে? নয়া রিপোর্টে আভাস দিল UN

২০৫০ সালে কলকাতার জনসংখ্যা কত হতে পারে তার পূর্বাভাসও দেওয়া হয়েছে রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে।

কলকাতায় জনসংখ্যাকলকাতায় জনসংখ্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2025,
  • अपडेटेड 1:03 PM IST
  • ২০৫০ সালে কলকাতার জনসংখ্যা কত হতে পারে
  • দিল্লিও রয়েছে বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল শহরের তালিকায়।
  • বিশ্বের সর্বাধিক জনবহুল শহরের নিরিখে দিল্লি বর্তমানে রয়েছে চার নম্বরে।

বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জনসংখ্যা। বিশেষ করে তৃতীয় বিশ্বের একাধিক দেশ জনবিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। এরইমধ্যে সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে নয়া তথ্য। ভারতে কলকাতা ও নয়াদিল্লির মতো শহরে জনসংখ্যা বেশি হলেও তার বৃদ্ধি রয়েছে ধীর। 

২০৫০ সালে কলকাতার জনসংখ্যা কত হতে পারে তার পূর্বাভাসও দেওয়া হয়েছে এই রিপোর্টে। জানানো হয়েছে, বর্তমানে কলকাতায় জনসংখ্যা রয়েছে ২ কোটি ২৬ লক্ষের কাছাকাছি। ২০০০ সালে তিলোত্তমা নগরী জনবসতি ছিল ১ কোটি ৮৪ লক্ষ মানুষের। আর ২০৫০ সালে এই জনসংখ্যা পৌঁছতে পারে প্রায় ২ কোটি ৩৮ লক্ষের কাছাকাছি।

দিল্লিতে ২০৫০ সালে জনসংখ্যা কত হতে পারে?

অন্যদিকে, দেশের অপর এক শহর দিল্লিও রয়েছে বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল শহরের তালিকায়। দিল্লিতে বর্তমানে জনসংখ্যা রয়েছে ৩ কোটি ২০ লক্ষের কাছাকাছি। যা ২০৫০ সালে হতে পারে প্রায় ৩ কোটি ৩৯ লক্ষ। 

রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের সর্বাধিক জনবহুল শহরের নিরিখে দিল্লি বর্তমানে রয়েছে চার নম্বরে। এই তালিকায় নয় নম্বরে রয়েছে কলকাতা। তবে এই দুই শহরকে পিছনে ফেলে দিয়েছে বাংলাদেশের ঢাকা। চার কোটি জনসংখ্যা নিয়ে ঢাকা উঠে এসেছে জনবহুল তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে প্রথম স্থানে রয়েছে জাকার্তা। এছাড়া, কোন কোন শহর এই তালিকায় রয়েছে ক্রমান্বয়ে দেখে নেওয়া যাক।

১. জাকার্তা (ইন্দোনেশিয়া) 
২. ঢাকা (বাংলাদেশ) 
৩.টোকিও (জাপান) 
৪. দিল্লি (ভারত) 
৫.সাংহাই (চিন) 
৬.কুয়াংচৌ (চিন) 
৭. কায়রো (ইজিপ্ট) 
৮.মানিলা (ফিলিপিন্স) 
৯.কলকাতা (ভারত) 
১০.সিওল (দক্ষিণ কোরিয়া)

 

Read more!
Advertisement
Advertisement