Advertisement

Kasba:পিঠের ব্যাগে শিলনোড়া, কসবায় পুকুর ভাসছে দেহ

সকালে কসবার রামলাল বাজার এলাকার একটি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গরফা থানায়। পুলিশ এসে দেহটিকে পুকুর থেকে তুলে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতীকী ছবি
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 21 Oct 2021,
  • अपडेटेड 1:36 PM IST
  • কসবার পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ
  • দেহটি আজ সকালে ভাসতে দেখেন স্থানীয়রা
  • মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি

বুধবার ছিল কোজাগরি লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে গৃহস্থরা মেতেছিলেন ধনদেবী মা লক্ষ্মীর আরাধনায়। এদিকে তার পরদিনই কসবা এলাকায় উত্তেজনা ছড়ালো। স্থানীয় পুকুরে ভাসতে থাকা একটি দেহ ঘিরে এই উত্তেজনা ছড়ায়। মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গিয়এছে।

বৃহস্পতিবার সকালে  কসবার রামলাল বাজার এলাকার একটি পুকুরে  এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে  খবর দেওয়া হয় গরফা থানায়। পুলিশ এসে দেহটিকে পুকুর থেকে তুলে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃতদেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পিঠে একটি ব্যাগ ছিল এবং সেখান থেকে একটি শিলনোড়া উদ্ধার হয়েছে বলে খবর। 

মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন বলেই স্থানীয়দের দাবি। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা এই ব্যক্তিকে খুনের পর দেহ লোপাটের জন্যে পিঠের ব্যাগে শিলনোড়া ঢুকিয়ে জলে ফেলে দেয়। 

দেহটিকে ময়নাতদন্তের জন্যে এম আর বাঙ্গুর  হাসপাতালে পাঠানো হয়েছে। কসবার ওই জলাশয়ে ব্যক্তি দেহ ভালল কী করে, কারা তাকে ফেলে গেছে, তা তদন্ত করে দেখছে গরফা থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এর পাশাপাশি অন্য কোনও থানা এলাকার কোনও ব্যক্তি নিখোঁজ রয়েছে কিনা সেই বিষয়েও বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement