Advertisement

Howrah: পথচারীর এক চড়ে ঘটনাস্থলেই মৃত্যু ভ্যানচালকের, হাওড়ায় মর্মান্তিক ঘটনা

হাওড়ার কোনা এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষ। বৃহস্পতিবার দুপুরে একটি স্কুলের সামনে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটে গেল মৃত্যু। এক পথচারীর চড়েই প্রাণ গেল ৫০ বছরের এক ভ্যানচালকের।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Aug 2025,
  • अपडेटेड 3:37 PM IST
  • হাওড়ার কোনা এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষ।
  • বৃহস্পতিবার দুপুরে একটি স্কুলের সামনে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটে গেল মৃত্যু।

হাওড়ার কোনা এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষ। বৃহস্পতিবার দুপুরে একটি স্কুলের সামনে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটে গেল মৃত্যু। এক পথচারীর চড়েই প্রাণ গেল ৫০ বছরের এক ভ্যানচালকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অলোক নস্কর। তিনি দাসনগরের কোনা এলাকার বাসিন্দা। এদিন সকালে আলু বোঝাই ভ্যান নিয়ে বেনারস রোড ধরে যাচ্ছিলেন তিনি। কোনা স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন অসীম দাস নামে এক পথচারী। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি অসীমকে ধাক্কা দিলে বচসা শুরু হয়। অভিযোগ, রাগের মাথায় অসীম সপাটে চড় মারেন অলোককে।

চড় খেয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান অলোক নস্কর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন

এই ঘটনার সাক্ষী হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত অসীম দাসকে ঘিরে শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশবাহিনী কোনওমতে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত অলোক নস্করের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। এলাকার মানুষের দাবি, সামান্য এক ধাক্কাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটল, তা হাওড়ার মানুষের মনে গভীর দাগ কাটবে।

 

Read more!
Advertisement
Advertisement