Advertisement

Vande Bharat Sleeper Food: বন্দে ভারত স্লিপারে 'ভেজ থালি', তৃণমূলের প্রশ্ন, 'মাছ-মাংস কোথায়?'

বাংলা ভারত স্লিপারে মিলছে না মাছ-মাংস। খাবারের মেনুতে নন ভেজ অপশনটাই দেওয়া হচ্ছে না। সরব তৃণমূল কংগ্রেস। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

বন্দে ভারত স্লিপারে নেই মাছ-মাংসবন্দে ভারত স্লিপারে নেই মাছ-মাংস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jan 2026,
  • अपडेटेड 2:57 PM IST
  • বন্দে ভারত স্লিপারে পাওয়া যাচ্ছে না মাছ-মাংস
  • অপশন নেই নন ভেজ খাবারের
  • সরব তৃণমূল কংগ্রেস

বন্দে ভারত স্লিপারে মিলছে না নন ভেজ খাবারের অপশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে মালদা থেকে এই ট্রেনটির উদ্বোধন করেন। কিন্তু দেখা যাচ্ছে, হাওড়া থেকে গুয়াহাটি রুটে শুরু হওয়া এই নয়া বন্দে ভারত স্লিপারে খাবারের অপশনে নন ভেজ পাওয়া যাচ্ছে না। এই নিয়ে এবার সরব তৃণমূল কংগ্রেস। মোদী সরকারের বিরুদ্ধে বাঙালিদের 'মুঘল' তকমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। 

বৃহস্পতিবার একটি এক্স পোস্ট করে তৃণমূল উল্লেখ করে, 'প্রথম ওরা আমাদের ভোটে নজরদারি করেছে। এবার আমাদের খাবারের থালাতেও নজরদারি চালাচ্ছে। কয়েক দিন আগে বাংলা থেকে বন্দে ভারত উদ্বোধন করা নিয়ে গর্ববোধ করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যেটা উনি উল্লেখ করেননি, বাংলা থেকে অসমগামী বন্দে ভারত স্লিপারে মিলবে না মাছ-মাংস। মেনু থেকে বাদ দিয়ে দেওয়া হবে নন ভেজ খাবার।'

এমন দুই জায়গাকে বন্দে ভারত স্লিপার যোগ করছে, যে বাংলা এবং অসমের মানুষ আমিষ খাবার খেতে ভালোবাসেন। কিন্তু এই নয়া ট্রেনে কেবল নিরামিষ খাবারেরই অপশন দেওয়া হচ্ছে। তৃণমূলের বক্তব্য, 'মাছে-ভাতে থাকা বাঙালিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুঘল তকমা দিয়েছেন। দিল্লিতে মাছ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল ওরা। চিকেন প্যাটিস বিক্রি করার জন্য এক গরিব হকারকে মারধর করা হয়েছিল।' একইসঙ্গে তৃণমূলের সংযোজন, 'আজকে বলছে আমরা কী খাব। কালকে বলবে আমরা কী পড়ব, কাকে ভালোবাসব,কার সঙ্গে থাকব। এটাই নাকি বাঁচতে তাই, BJP তাই মডেল। বাঙালি বিরোধী জমিদারি ধ্যান-ধারণা নিয়ে এবার বাঁচতে হবে আমাদের। আমাদের বহুত্ববাদী মানসিকতার উপর একচেটিয়া বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।' যাঁরা বাংলা এবং বাঙালিকে বিন্দুমাত্র বোঝে না, এ রাজ্যের মানুষ তাঁদের থেকে এসব শিখবে না। এমনটাই উল্লেখ করা হয়েছে তৃণমূলের পোস্টে। 

 

Read more!
Advertisement
Advertisement