Advertisement

Vidyasagar Setu: বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কবে ও কতক্ষণ?

আগামী রবিবার বেশ কয়েকঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। প্রশাসন সূত্রে এই খবর জানা যাচ্ছে। মোট ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হাওড়ার সঙ্গে কলকাতার অন্যতম সংযোগকারী সেতু দ্বিতীয় হুগলি সেতু।

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুবন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
ইন্দ্রজিৎ কুণ্ডু
  • কলকাতা,
  • 10 Feb 2022,
  • अपडेटेड 10:24 AM IST
  • যান চলাচল বন্ধ হতে চলেছে বিদ্যাসাগর সেতুতে
  • মোট ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে
  • শহরে যানজটের আশঙ্কা


আগামী রবিবার বেশ কয়েকঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। প্রশাসন সূত্রে এই খবর জানা যাচ্ছে। মোট ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হাওড়ার সঙ্গে কলকাতার অন্যতম সংযোগকারী সেতু দ্বিতীয় হুগলি সেতু।

কতক্ষণ বন্ধ থাকবে বিজ্যাসাগর সেতু
চলতি মাসের ১৩ তারিখ ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। জানা গিয়েছে আগামী রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুর উভয় দিকেই যান চলাচল করবে না। হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়ামুখী পরিবহণ ব্যবস্থা বন্ধ রাখা হবে । কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি'র  তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সূত্রের খবর, দীর্ঘদিন ধরে দ্বিতীয় হুগলি সেতু কী অবস্থায় রয়েছে তা পরীক্ষা করা হয়নি । বেশ কিছু পিলার বা থাম্বার অবস্থা সাঠিক কেমন আছে তা পরীক্ষা করে দেখা হবে ।

কেন বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু?
‌কয়েক ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতুর যান চলাচল বন্ধ রাখবে হুগলি রিভার ব্রিজ কমিশনারস (‌এইচআরবিসি)‌। সেতুর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল  আটটা থেকে দুপুর  দু'টো অবধি বন্ধ থাকবে সেতু । ফলে হাওড়া থেকে কলকাতামুখী এবং কলকাতা থেকে হাওড়া হয়ে অন্য জেলামুখী গাড়িগুলিকে অন্য পথে চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে লালবাজার । ফলে ট্রাফিক যানযটের আশঙ্কা করা হচ্ছে । যদিও লালবাজার সূত্রের খবর, যাতে রাস্তায় কোনও প্রকারের অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ । এমনিতেই রবিবার ছুটির দিন থাকায় যান চলাচলের চাপও অনেকটাই কম থাকবে। 
 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement