Advertisement

Second Hooghly Bridge: রবিতে দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ, কোন কোন বিকল্প রুটে যান চলাচল?

রবিতে দিনভর বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। মেরামতির কাজ চলবে। ফলে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতা ও হাওড়ার দিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। কোন কোন পথে নো এন্ট্রি? কোন বিকল্প রুটে হবে যাতায়াত? রইল ট্রাফিক আপডেট...

Vidyasagar SetuVidyasagar Setu
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 10:37 AM IST
  • রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ
  • কোন কোন পথে নো এন্ট্রি?
  • রইল বিকল্প রুটের সন্ধান

রবিবার দিনভর বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফে এই মর্মে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করা হল শনিবার। জানানো হয়েছে, নাগরিকদের সুরক্ষা এবং সুবিধার্থে সংস্কার বাধ্যতামূলক হয়ে পড়েছে বিদ্যাসাগর সেতুতে।মূলত দ্বিতীয় হুগলি ব্রিজের হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিংয়ের মেরামত করা হবে। আর সেই কারণে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে স্টিলের বিম ওঠানামা করানো হবে। এজন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে এই সেতুতে। 

কোন কোন বিকল্প রুটে যান চলাচল? 
> বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতা ও হাওড়ার দিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না।
> পণ্যবাহী গাড়ি ছাড়া, বাকি যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতা যাবে, সে গুলি হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বিবেকানন্দ সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
> জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে দক্ষিণমুখী গাড়িগুলি দ্বিতীয় হুগলি ব্রিজের বদলে ঘুরিয়ে দেওা হবে গ্রেড রোডের কাছে টার্ফ ভিউতে। হেস্টিংসের দিকে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ কিংবা ডানদিকে ঘুরে হেস্টিংস ক্রসিং নিয়ে কেপি রোডের দিকে যাবে গাড়িগুলি। 
> জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে কেপি রোড দিয়ে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। গাড়িগুলি তারপর যেতে পারবে সেন্ট জর্জ রোড হয়ে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে। 
> পূর্বমুখী সবরকম গাড়ি খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে ঘুরে যাবে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। এরপর বাঁদিকে ঘুরে যাবে সেন্ট জর্জ গেড রোড হয়ে স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে। 
> কেপি রোডের গাড়িগুলি ঘোড়া পাসের কাছে বিদ্যাসাগর সেতুতে ওয়াই পয়েন্টে ওঠার বদলে যাবে ১১ ফারলং গেট দিয়ে রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে। 
> কোলাঘাটের দিক থেকে কলকাতা যাওয়া গাড়িগুলি ধুলাগড় টোল প্লাজা হয়ে অঙ্কুরহাটি, সলপ, পাকুড়িয়া হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু নিতে পারবে।
> প্রয়োজনে আর্টারিয়াল রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।
> দু'চাকা ছাড়া ডানকুনি থেকে কলকাতার দিকে যাওয়া সব গাড়ি মাটিয়াপাড়া হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে পারবে
> কাজিপাড়া, হ্যাংসাং ক্রসিং থেকে আসা সাঁতরাগাছি স্টেশনে যেতে চায় এমন ছোট গাড়িগুলি কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement