Advertisement

Second Hooghly Bridge : ২৪ ঘণ্টার জন্য যান চলাচল নিয়ন্ত্রিত বিদ্যাসাগর সেতুতে, বিকল্প রুট কী?

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ, কোনও ভারী পণ্যবাহী গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে ২৪ ঘণ্টা যাওয়া-আসা করতে পারবে না। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু।

Second Hooghly Bridge Second Hooghly Bridge
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 8:51 PM IST
  • কোনও ভারী পণ্যবাহী গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে ২৪ ঘণ্টা যাওয়া-আসা করতে পারবে না
  • বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা পুলিশ

শনিবার রাত ৯ টা থেকে রবিবার রাত ৯ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে কোনও ভারী যান চলাচল করতে পারবে না। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ। ওই ব্রিজের মেরামতি ও কোনা এক্সপ্রেস ওয়ের এলিভেটেড করিডরের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ, কোনও ভারী পণ্যবাহী গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে ২৪ ঘণ্টা যাওয়া-আসা করতে পারবে না। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু।

সেতু বন্ধ থাকায় বিকল্প পথের ব্যবস্থাও করা হয়েছে। জানানো হয়েছে, যে সময় বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বা যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে তখন বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যাবে নিবেদিতা সেতু এবং বিটি রোডকে। 

আরও কোন কোন রুট ব্যবহার করা যাবে তা নিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, ভারী পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল এবং জিটি রোড দিয়ে। জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। 

এছাড়াও জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে যে গাড়িগুলো বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলোকে ১১ নম্বর হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে। খিদিরপুর থেকে আসা গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়িকে ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে। 

চলতি বছরের ১৩, ১৪ এবং ১৫ জুন বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। জনগণের সুরক্ষার্থে বিদ্যাসাগর সেতুতে কিছু সংস্কার প্রয়োজন, সেজন্যই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।  

Read more!
Advertisement
Advertisement